Tapan BJP Joining: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন, তপনে রাজনৈতিক শোরগোল
Tapan BJP Joining: বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যোগদান শিবির অনুষ্ঠিত হয় তপনের বাদ সনকইরে। যেখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের মহিলারা তৃণমূলে যোগ দিল।
তপন: পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলে বড়সড় ভাঙন। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বাদ সনকইর এলাকায় প্রায় ২০০ জন মহিলা তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু, বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী ষষ্ঠী বসাক ভট্টাচার্য, বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌতম রায়৷ তৃণমূলে থেকে কোনওরকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। তাই নরেন্দ্র মোদীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে ও এলাকায় বিভিন্ন সুযোগ সুবিধা পেতে বিজেপিতে যোগদান করলেন বলে সদ্য যোগদানকারীরা জানিয়েছেন। এলাকায় জলের সমস্যা রয়েছে সেই সব সুবিধা পেতে বিজেপিতে যোগদান বলেই বাসন্তী হোড় নামে এক যোগদানকারী জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যোগদান শিবির অনুষ্ঠিত হয় তপনের বাদ সনকইরে। যেখানে মূলত আদিবাসী সম্প্রদায়ের মহিলারা তৃণমূলে যোগ দিল। তপনে মহিলারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় ওই এলাকায় বিজেপির শক্তি অনেকটাই বাড়ল বলে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন।
অন্যদিকে বিজেপির এই যোগদানকে নাটক বলে কটাক্ষ করেছেন মহিলা তৃণমূলের জেলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। তিনি আরও বলেন, “বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ড যেটা বিজেপির রাজ্য সভাপতির ওয়ার্ড সেখানকার মহিলারা বিজেপি ছেড়ে তৃণমূল যোগ দিচ্ছেন। আগামীতে আরও দেবেন।” পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় এমন পালাবদল রাজনৈতিক শোরগোল তৈরি করেছে।