Balurghat: ‘আদিবাসী সম্প্রদায় তৃণমূলের সঙ্গেই রয়েছে’, দণ্ডিকাণ্ডের পর মন্তব্য দেবু টুডুর
South Dinajpur: প্রসঙ্গত, দণ্ডিকাণ্ডে নির্যাতিতা তিন মহিলার সঙ্গে দেখা করতে বুধবার গ্রামে পৌঁছন আদিবাসী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি দেবু টুডু।
বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে (Balughat) তিন মহিলার দণ্ডি কেটে এসে তৃণমূলে যোগদান ঘিরে তোলপাড় রাজ্য। খানিকটা অস্বস্তির মুখে শাসকদল। এই বিতর্কের মধ্যেই এবার আদিবাসী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতির দেবু টুডুর দাবি, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তৃণমূলের সঙ্গেই আছে। দণ্ডি কাণ্ডের ঘটনা অবাঞ্ছনীয় বলেও দাবি করেছেন তৃণমূল নেতা।
পাশাপাশি দেবুবাবু বলেন, “তৃণমূলই একমাত্র দল যে ঘটনা প্রকাশ্যে আসার একদিনের মাথায় অভিযুক্তকে পদ থেকে সরিয়ে দিয়েছে। সেই জায়গায় আমাদের আদিবাসী মুখকে তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আইন,প্রশাসন রয়েছে তারা পুরো ঘটনার তদন্ত করছেন। নির্যাতিতা এই তিন মহিলার পাশে সবরকম ভাবে তৃণমূল কংগ্রেস রয়েছে।”
প্রসঙ্গত, দণ্ডিকাণ্ডে নির্যাতিতা তিন মহিলার সঙ্গে দেখা করতে বুধবার গ্রামে পৌঁছন আদিবাসী তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি দেবু টুডু। দক্ষিণ দিনাজপুর জেলা আদিবাসী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সন্তোষ হাঁসদা,মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম, জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর ললিতা টিগ্গা সহ অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। নির্যাতিতা তিন মহিলার সঙ্গে কথা বলেন দেবু টুডু সহ অন্যান্য জেলা নেতৃত্বরা ৷
এ দিকে, ঘটনাস্থলে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল থেকে পুলিশ পিকেটিং রয়েছে চকবলিরাম মিশনপাড়া গ্রামে। আদিবাসী পরিবারের পাশে সব রকম ভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে আদিবাসী তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সন্তোষ হাঁসদা জানিয়েছেন।
অন্যদিকে আদিবাসী তৃণমূল নেতৃত্ব গ্রামে আসায় অনেকটাই আশ্বস্ত হয়েছেন নির্যাতিতরা। পাচ্ছেন ভরসা ৷ পাশাপাশি তাঁদেরকে কি জোর করে দণ্ডি কাটানো হয়েছিল কি না তা জিজ্ঞাসা করা হলে,তারা বলেন, যা হওয়ার হয়ে গিয়েছে। এনিয়ে আর কিছু বলবেন না।