
কুমারগঞ্জ: SIR এর কাজ দেখভাল করতে আসা মাইক্রো অবজারভারকে মারধর করার অভিযোগ উঠল কুমারগঞ্জে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে। বিজেপর অভিযোগ শাসক দলের কর্মী সমর্থকরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূলকে নিশানা করে এক্স হ্যান্ডেলে তিনি লিখছেন, ‘সমাজবিরোধী দুষ্কৃতীবাহিনীকে ব্যবহার করে এই ধরনের আক্রমণ চালানো থেকেই স্পষ্ট বোঝা যায় তৃণমূল কংগ্রেস চরম ভয়ের মধ্যে রয়েছে। সাংবিধানিক একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়াকে বাধা দেওয়ার এই অপচেষ্টা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। এই ঘটনার সঙ্গে যুক্ত সকল দোষীর অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
শনিবার কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিস সংলগ্ন আইসিডিএস ভবনে এসআইআর-এর শুনানি হচ্ছিল। সেখানেই গিয়েছিলেন ওই মাইক্রো অবজারভার। অভিযোগ, সারাদিন শান্তিপূর্ণভাবে কাজ চললেও সন্ধ্যার দিকে আচমকাই তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতী ক্যাম্পে ঢুকে ওই সরকারি আধিকারিককে মারধর করে। ঘটনার জেরে দিব্যেন্দু গড়াই নামে ওই মাইক্রো অবজারভার অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে নিরাপদে বিডিও অফিসে নিয়ে যায়। বর্তমানে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন।
ঘটনার পরেই কুমারগঞ্জ বিডিও অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার পরপরই এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী। চলছে টহল। যদিও এ নিয়ে আক্রান্ত মাইক্রো অবজারভার দিব্যেন্দু গড়াইও কিছু বলতে চাননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।
দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত কুমারগঞ্জ বিধানসভা এলাকায় বিডিও অফিস ক্যাম্পাসের মধ্যেই এক মাইক্রো অবজারভারের উপর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের অতর্কিত হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও তীব্র নিন্দনীয়।
আরও ভয়াবহ ও আশঙ্কাজনক বিষয় হলো, রাজ্য পুলিশের উপস্থিতিতেই নির্বাচন কমিশনের এর… pic.twitter.com/HY93JWRRQD
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) January 24, 2026