Pujoy Pulse 2025: পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গেল রায়গঞ্জে, মাতোয়ারা গোটা শহর

| Edited By: জয়দীপ দাস

Sep 18, 2025 | 9:57 PM

Pujoy Pulse 2025: গত দুই পর্বের অভূতপূর্ব সাফল্যকে সঙ্গী করে আবার ফিরে এসেছে বহু প্রতীক্ষিত সিজন থ্রি। তাও এক্কেবারে নতুন চেহারায়। ক্যান্টর দেখেই হইচই শুরু করে দিল বাচ্চারা। তেঁতুলের স্বাদের ক্যান্ডি মুখে দিকেই ছোটবেলায় হারিয়ে গেল বড়রা।

রায়গঞ্জ: শুরু হয়ে গিয়েছে টিভি ৯ বাংলা পুজোয় পালস। এক, দুইয়ের পর এবার সিজন থ্রি। বাংলার দিকে দিকে ঘুরছে পালসের ক্যান্টর। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। পুজোর আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে পালস।  এবারের থিম গোল-কা-মোল। পালসের চটপটা স্বাদের জাদুতে মজে আট থেকে আশি। এবার ক্যান্টর পৌঁছে গেল উত্তর দিনাজপুরে। রায়গঞ্জে জমল মানুষের ভিড়। 

গত দুই পর্বের অভূতপূর্ব সাফল্যকে সঙ্গী করে আবার ফিরে এসেছে বহু প্রতীক্ষিত সিজন থ্রি। তাও এক্কেবারে নতুন চেহারায়। ক্যান্টর দেখেই হইচই শুরু করে দিল বাচ্চারা। তেঁতুলের স্বাদের ক্যান্ডি মুখে দিকেই ছোটবেলায় হারিয়ে গেল বড়রা। সোজা কথায় পালস গোলমোল যেখানে, পুজোর মজা সেখানে। ইতিমধ্যেই কলকাতাতে ঘুরেছে পালসের ট্যাবলো। হয়েছে মজার সব খেলা। এবার ঘুরছে উত্তরবঙ্গের নানা প্রান্তে।