Balurghat: দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে থানায় গেল বিজেপি, জোর তরজা বালুরঘাটে

Balurghat: দু'দিন আগেই বিজেপি সভা করে বালুরঘাটে। সভার আগে একটি মিছিলও হয়। সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Balurghat: দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে থানায় গেল বিজেপি, জোর তরজা বালুরঘাটে
বালুরঘাট থানার সামনে বিজেপি কর্মীরা।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2023 | 4:32 PM

দক্ষিণ দিনাজপুর: বিজেপির (BJP) ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূল তাদের সভা করতে গিয়ে বিরোধীদের পতাকা নষ্ট করেছে। এই ঘটনায় বালুরঘাট থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বিজেপির তরফে। যদিও তৃণমূল বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে। গত ৩ তারিখ বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দফতরের সামনে আবাস যোজনা-সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিজেপি বিক্ষোভ সমাবেশ করে। সেখানে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তৃণমূলেরও সভা। শুক্রবার এই সভা দুপুরে। সেই সভাকে সামনে রেখেই এই তরজা শুরু হয়েছে। ভোট যত এগিয়ে আসছে, ততই জেলায় জেলায় রাজনৈতিক তরজা বাড়ছে।

দু’দিন আগেই বিজেপি সভা করে বালুরঘাটে। সভার আগে একটি মিছিলও হয়। সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, জেলা ইনচার্জ শঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাপি সরকার, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ছিলেন। এদিন মঙ্গলপুর থেকে মিছিলটি বের হয়ে গোটা শহর পরিক্রমা করে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে এসে শেষ হয়। এরপরই সেখানে হয় বিক্ষোভ সভা। বিজেপির দাবি, এরই পাল্টা সভা করছে তৃণমূল।

এ বিষয়ে বিজেপি টাউন মণ্ডল সভাপতি সমীরপ্রসাদ দত্ত অভিযোগ করেন, “বিজেপির সমাবেশের পর বেশিরভাগ পতাকা খুলে নিয়েছি। তবুও বিজেপি অফিসের সামনের ফেস্টুন ছিঁড়ে দিয়েছে, বিজেপির পতাকা খুলে দিয়েছে। বিজেপির জনসভায় লোকসমাগম দেখে ভয় পেয়েছে তৃণমূল।” অন্যদিকে তৃণমূলের বালুঘাট টাউন সভাপতি দেবাশিস কর্মকার জানান, “বিজেপির পতাকা, ফেস্টুন তৃণমূল ছেঁড়েনি। তৃণমূলের আজকের প্রতিবাদ সভায় যে লোকসমাগম হতে পারে, তাতে ভয় পেয়ে বিজেপি মিথ্যে অভিযোগ করছে।”