West Bengal Panchayat Elections 2023: জিতে যাওয়ার পরেও বিজেপি প্রার্থীদের পরাজিত ঘোষণা, বিডিওকে কাঠগড়ায় দাঁড় করালেন সুকান্ত
West Bengal Panchayat Elections 2023: বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে বিজেপি ১৫ ও তৃণমূল ৭ টি ঘোষণা করা হয়৷ পরে দেখা যায় বিজেপি ও তৃণমূলকে 'টাই' করে দেওয়া হয়েছে।
বালুরঘাট: জয়ী ঘোষণা হয়ে গিয়েছিল। তারপরও বিজেপি প্রার্থীকে পরাজিত ঘোষণা করা হয়েছে। এবার প্রশাসনের বিরুদ্ধেই সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটের বিডিও তৃণমূলের হয়ে কাজ করছেন বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। এমনকি বিজেপির জয়ী প্রার্থীদের সই ছাড়া শংসাপত্র দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনের মধ্যে বিজেপি ১৫ ও তৃণমূল ৭ টি ঘোষণা করা হয়৷ পরে দেখা যায় বিজেপি ও তৃণমূলকে ‘টাই’ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে এদিন বিকেলে বালুরঘাটে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে এনিয়ে জেলা শাসক বিজিন কৃষ্ণার সঙ্গে দেখা করেন তিনি।
জানা গিয়েছে, ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর ও ১২ নম্বর পাঠের দুই প্রার্থী মুক্তি মার্ডি ও স্বপ্না পাহানকে প্রথমে জয়ী ঘোষণা করেন। পরে আবার তাঁদেরকে পরাজিত বলে জানানো হয়। গণনা কেন্দ্রে কারচুপি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ব্যালটেও সইয়ের গরমিল রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন তপনের বিজেপি বিধায়ক বুধরাই টুডু। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনে তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।