Balurghat : নতুন গ্যাস সিলিন্ডার চেক করছিল দাদু, নাতনি রান্নাঘরে ঢুকতেই যা ঘটল…
Balurghat : নতুন গ্যাস সিলিন্ডার চেক করতে গিয়ে বিপত্তি, মুহূর্তেই আগুনে ঝলসে গেল নাবালিকা-সহ চার জন।
বালুরঘাট : নতুন গ্যাস চেক করতে গিয়ে সিলিন্ডারে (Gas Cylinder) আগুন। আর সেই আগুনে অগ্নিদগ্ধ হলেন গ্যাস ডেলিভারি ম্যান, এক নাবালিকা সহ মোট চারজন। যার মধ্যে একই পরিবারের তিনজন রয়েছে৷ শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার রঘুনাথপুরে। বিষয়টি নজরে আসতেই আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রা। এদিকে যতক্ষণে আগুন নিভে ততক্ষণে অগ্নিদগ্ধ হন গ্যাস ডেলিভারি ম্যান সহ চারজন। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি তাদের চিকিৎসার জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন আহতরা। এদিকে আগুন লাগা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। তারাই পুরো ঘটনা খতিয়ে দেখছেন।
জানা গিয়েছে, রঘুনাথপুর এলাকায় থাকেন রঞ্জিত সাহা। আজ গ্যাস শেষ হওয়ায় নতুন সিলিন্ডার আসে তাঁর বাড়িতে। নতুন সিলিন্ডার দিয়ে যাওয়ার পর সেটি চেক করতে যান রঞ্জিতবাবু। চেক করার সময় আগুন লেগে যায় রান্না ঘরে। সেই সময় ঘরে ছিল গ্যাস ডেলিভারি ম্যান অরুণ কর্মকার, পরিবারের সদস্য রঞ্জিত সাহা, তাঁর ছেলে প্রদীপ সাহা ও নাতনি পৌলমি সাহা। আগুন নেভানোর চেষ্টা করলে ঘরে থাকা চারজনই অগ্নিদগ্ধ হয়ে যান। সব থেকে বেশি আহত হন গ্যাস ডেলিভারি ম্যান অরুণ কর্মকার। তার বাড়ি চকভৃগুতে। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাঁদের বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছে। আগুনে রান্না ঘরের অন্যান্য বেশ কিছু সামগ্রীও পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়৷
এ বিষয়ে রঞ্জিত সাহার স্ত্রী সাধনা সাহা বলেন, “নতুন গ্যাস দেওয়ার পর তা চেক করতে গিয়ে আগুন লেগে গিয়েছে। মুহুর্তেই দাউ দাউ করে রান্নাঘরে আগুন জ্বলে ওঠে। কিন্তু, গ্যাস ডেলিভারি ম্যান-সহ আমার স্বামী, ছেলে অগ্নিদগ্ধ হয়েছেন৷ কিছু বুঝে ওঠার আগেই আগুন লেগে যায়। সকলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পরেই।”