Mahakal Temple: মহাকাল মন্দিরের জন্য ২৯ একর জমি বরাদ্দ, কেন বিতর্ক এই জমি ঘিরে?
Mahakal Temple in Siliguri: এখানেই রয়েছে সেই জমি। যেখানে হতে চলেছে মহাকাল মন্দির। যাঁকে কেন্দ্র করেই হিমালয়ের কোলে এখন রাজনীতির উত্তাপ ক্রমেই চড়ছে। ৯৯ বছরের লিজে মন্দিরের ট্রাস্টে এই জমি দান করা হয়েছে মাত্র ১ টাকায়। এখানেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
শিলিগুড়ি: ছাব্বিশের ভোটে ফের ধর্মের ধ্বজা! এবার জোরদার বিতর্ক দানা বাঁধছে শিলিগুড়ির মহাকাল মন্দিরকে ঘিরে। ঘোষণা হয়েছে। বরাদ্দ হয়েছে জমি। আর তাতেই ঘি পড়েছে রাজনীতির আগুনে। শিলিগুড়ি জংশন থেকে ট্রেনে বাগডোগরা যাওয়ার পথেই পড়ে উজানু মৌজা। এখানেই রয়েছে সেই জমি। যেখানে হতে চলেছে মহাকাল মন্দির। যাঁকে কেন্দ্র করেই হিমালয়ের কোলে এখন রাজনীতির উত্তাপ ক্রমেই চড়ছে। ৯৯ বছরের লিজে মন্দিরের ট্রাস্টে এই জমি দান করা হয়েছে মাত্র ১ টাকায়। এখানেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।