AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GTA election: ভোট পেতে হাতিয়ার চা বাগান! প্রভাবিত করার অভিযোগ অনিত থাপার বিরুদ্ধে

GTA election: জিটিএ নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। তার আগেই ক্রমশ চড়ছে রাজনীতির পারদ।

GTA election: ভোট পেতে হাতিয়ার চা বাগান! প্রভাবিত করার অভিযোগ অনিত থাপার বিরুদ্ধে
অনিত থাপা
| Edited By: | Updated on: Jun 15, 2022 | 3:48 PM
Share

দার্জিলিং : চা বাগানের সমস্যা নতুন নয়। দীর্ঘদিন ধরেই চা শ্রমিকদের সমস্যা সামনে এসেছে। এবার জিটিএ নির্বাচন এগিয়ে আসার পরই ফের সামনে এসেছে সেই ইস্যু। চা বাগানের শ্রমিকেরা বেতন পাচ্ছেন না, তাঁদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। ভোটের আগে এ কথা বলে আদর্শ আচরণ বিধি ভেঙেছেন বলে অভিযোগ উঠেছে অনিত থাপার বিরুদ্ধে। জানা গিয়েছে, ১০ টি চা বাগানের ক্ষেত্রে এই দাবি করেছেন অনিত থাপা।

মঙ্গলবার পাহাড়ের অপর একটি দল হামরো পার্টির তরফে নির্বাচন কমিশনে একটি অভিযোগ জানানো হয়েছে অনিত থাপার বিরুদ্ধে। ভোটের আগে টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ হামরো পার্টির। জানা গিয়েছে, আর্থিক সঙ্কটে ধুঁকছে পাহাড়ের একাধিক চা বাগান। দীর্ঘদিন ধরেই ঠিকমত বেতন পাচ্ছেন না শ্রমিকরা। এবার এই বাগানগুলির শ্রমিকদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা।  তাঁর দাবি, আচরণ বিধি নিয়ে চিন্তিত নন তিনি। চা বাগানের শ্রমিকদের দিন কী ভাবে কাটবে, সেটাই তাঁকে বেশি ভাবাচ্ছে।

গত বছর গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বেরিয়ে এসে নতুন দল গঠনের কথা ঘোষণা করেছিলেন এই অনিত থাপা। আগামিদিনে বিমল গুরুং-কে যে অনীত থাপা জোরদার লড়াই দিতে চান, তেমনটাই মনে করে রাজনৈতিক মহল।

আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন। ভোট গণনা হবে ২৯ জুন। বিরোধীরা অনেকদিন ধরেই জিটিএ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটের দাবি জানিয়ে আসছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে জিটিএ ভোটের ইঙ্গিত দিয়েছিলেন। তারপরই ভোট ঘোষণা হয়। আপাতত ভোটের আগে রাজনৈতিক উত্তাপ চড়ছে পাহাড়ে।