Bangla Paksha: নীতি পুলিশির অভিযোগ, আটক বাংলা পক্ষের সদস্য, তৃণমূল নেতার ফোনে সক্রিয় পুলিশ
Bangla Paksha: শিলিগুড়িতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পরীক্ষা দিতে এসেছিল বিহারের দুই যুবক। তাঁদের শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে বাংলা পক্ষের বিরুদ্ধে। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
শিলিগুড়ি: নীতি পুলিশির জেরে আটক বাংলা পক্ষের রজত ভরদ্বাজ। শিলিগুড়িতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর পরীক্ষা দিতে এসেছিল বিহারের দুই যুবক। তাঁদের শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে বাংলা পক্ষের বিরুদ্ধে। সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে যায়। অভিযোগ ওঠে বাংলা পক্ষের সদস্য রজত ভট্টাচার্য এবং তাঁর অনুগামীরা ওই দুই যুবককে শারীরিকভাবে হেনস্থা করেন। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিহারী সমাজ।
এরপরেই জেলা তৃণমূলের এক শীর্ষনেতা পুলিশ কমিশনারকে ফোন করেন। বিকালে রজতকে তুলে নিয়ে আসে স্পেশাল অপারেশন গ্রুপ। ভিডিয়োটি খতিয়ে দেখার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। রজতকে জিঞ্জাসাবাদ করছে পুলিশ।
রজত জানান, এ রাজ্যের বাসিন্দাদের নিয়োগ করা হচ্ছে। বিহার থেকে আসা কিছু যুবক জাল নথি নিয়ে নিজেদের এ রাজ্যের বাসিন্দা পরিচয় দিয়ে পরীক্ষা দিতে এসেছিল। এসব হলে, এ রাজ্যের পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন। তাই ওদের ধরে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলাম। কিন্তু স্থানীয় কয়েকজন জওয়ান ওদের পালাতে সহায়তা করেন।