VIDEO: শ্রমিকদের পোশাকে মমতা, মাথায় ঝুড়ি বেঁধে তুলছেন চা পাতা

Mamata Banerjee: পাহাড় হোক বা জঙ্গল, বোলপুর হোক বা কালিম্পং, মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোথাও যান, সেখানকার মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। মমতার জনসংযোগ চলে একেবারে মাটিতে নেমে, তৃণমূল স্তরে। সেখানকার সংস্কৃতি কিংবা কর্মসংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যান। এদিনও সে ছবিই দেখা গেল মকাইবাড়ি চা বাগানে।

VIDEO: শ্রমিকদের পোশাকে মমতা, মাথায় ঝুড়ি বেঁধে তুলছেন চা পাতা
চা পাতা তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 2:23 PM

দার্জিলিং: চা বাগানে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মকাইবাড়ি চা বাগানে একেবারে অন্য দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার। চা বাগানের শ্রমিকরা ঠিক যেভাবে মাথা দিয়ে পিঠের দিকে ঝুড়ি ঝুলিয়ে চা তোলেন, সেইভাবে চা পাতা তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একেবারে অন্য মেজাজে দেখা গেল তাঁকে। রাজনীতির কারবারিরাই বলেন, রাজনীতিতে জনসংযোগই শেষ কথা। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাঁর এই জনসংযোগ ইউএসপি। সাধারণ মানুষের সঙ্গে একেবারে মিশে গিয়ে তিনি যেভাবে জনসংযোগ করেন, তা বাকি রাজনীতিকদের থেকে কয়েক গুণ এগিয়ে রাখে মমতাকে।

পাহাড় হোক বা জঙ্গল, বোলপুর হোক বা কালিম্পং, মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোথাও যান, সেখানকার মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। মমতার জনসংযোগ চলে একেবারে মাটিতে নেমে, তৃণমূল স্তরে। সেখানকার সংস্কৃতি কিংবা কর্মসংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যান। এদিনও সে ছবিই দেখা গেল মকাইবাড়ি চা বাগানে।

এদিন চা পাতা তোলার পাশাপাশি এখানকার শ্রমিকদের সঙ্গে কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি বলেন, “পাহাড় এবং সমতলের মধ্যে ঐক্যের বাঁধন তৈরি হয়েছে। আমি মনে করি সকলে একসঙ্গে আমরা কাজ করব। আমি কিন্তু মুখে বলি না। আমি রক্তের সম্পর্ক দিয়ে করে দেখাই। আমি খুব খুশি আজ।”

এদিন চা পাতা তোলার পাশাপাশি চায়ের গেলাসে চুমুকও দেন তিনি। বলেন, “চা বাগান ভাল থাকুক, চা শ্রমিকরা ভাল থাকুক।” মমতাকে সামনে পেয়ে চা বাগানের শ্রমিকরা তাঁদের নিজস্ব ভাষায় গানও গান সবুজে ঘেরা চা বাগানের মাঝে দাঁড়িয়ে। আর তাতে তাল মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

সবিস্তারে আসছে…