Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS: বাংলার গ্রামে গ্রামে হিন্দু সম্মেলনের ডাক RSS-র, এখন থেকেই ঠিক হচ্ছে দুর্গাপুজোর রণকৌশল

RSS: শিলিগুড়িতে আরএসএসের উত্তরবঙ্গ প্রান্তের সংঘচালক ঋষিকেষ সাহা জানিয়েছেন, উত্তরবঙ্গে বহু এলাকায় গ্রামে গ্রামে হিন্দু সম্মেলন করবে আরএসএস। বাড়ি বাড়ি হবে গৃহ সম্পর্ক অভিযান।

RSS: বাংলার গ্রামে গ্রামে হিন্দু সম্মেলনের ডাক RSS-র, এখন থেকেই ঠিক হচ্ছে দুর্গাপুজোর রণকৌশল
প্রতীকী ছবি Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Mar 30, 2025 | 10:37 AM

শিলিগুড়ি: গোটা দেশের পাশাপাশি বাংলাতেও নতুন আঙ্গিকে সেজে উঠছে আরএসএস। ভোটের আগে শতবর্ষ সামনে রেখে এবার গ্রামে গ্রামে হিন্দু সম্মেলনের ডাক দেওয়া হল সংগঠনের তরফে। উত্তরবঙ্গের গ্রাম ও শহরে হিন্দু সম্মেলনের পাশাপাশি ‘গৃহ সম্পর্ক’ অভিযান করবে আরএসএস। উত্তরবঙ্গ বিগত কয়েক বছরে বিজেপি শক্ত ঘাঁটি হলেও শেষ লোকসভা নির্বাচনের ফল বলছে সেখানেও এবার ধাক্কা খেতে শুরু করেছে পদ্ম শিবির। অন্যদিকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপিকে চাপে রাখতে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ঠিক এই সময়েই গোটা উত্তরবঙ্গ জুড়ে নানা কর্মসূচি হাতে নিয়ে ঢালাও প্রচার অভিযানের সিদ্ধান্ত নিয়েছে আরএসএস। তা নিয়েই এখন চর্চা রাজনৈতিক মহলে। তবে এই অভিযানকে বাঁকা চোখে দেখছে ঘাসফুল শিবির। 

শিলিগুড়িতে আরএসএসের উত্তরবঙ্গ প্রান্তের সংঘচালক ঋষিকেষ সাহা জানিয়েছেন, উত্তরবঙ্গে বহু এলাকায় গ্রামে গ্রামে হিন্দু সম্মেলন করবে আরএসএস। বাড়ি বাড়ি হবে গৃহ সম্পর্ক অভিযান। আরএসএসের পুরানো যেসব সদস্য বসে গিয়েছেন তাদের ফের সক্রিয় করতেও নির্দেশ দেওয়া হচ্ছে সংগঠনের তরফে। এখন থেকেই ঠিক হয়ে যাচ্ছে দুর্গাপুজোর স্ট্র্যাটেজিও। পুজোর পর বিজয়া দশমীর দিন জেলায় জেলায় বিজয়া সম্মেলনীর আয়োজন করতেও নির্দেশ দেওয়া হয়েছে। 

আরএসএসের উত্তরবঙ্গ প্রচার প্রান্ত প্রমুখ সমীর ঘোষ বলেন, “আমরা রাজনৈতিক কারণে বা বিজেপিকে ডিভিডেন্ড দিতে এসব করছি না। আরএসএসের শতবর্ষ উপলক্ষে আমরা এই কর্মসূচি হাতে নিচ্ছি। আমরা হিন্দু উত্তরণ চাই। পাশাপাশি ভোটারদের কর্তব্য বোধ জাগাতে চাই যাতে ভোটের দিন তাঁরা ভোটমুখী হন।”  তবে আরএসএসের এই কর্মসূচি তাঁদের বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছে বিজেপি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দাবি, “মূল উদ্দেশ্য তো একই। হিন্দুদের উত্তরণের জন্য আমরাও কাজ করছি।” অন্যদিকে মেয়র গৌতিম দেবের দাবি, বিজেপিকে জেতাতেইআরএসএসের হিডেন এজেন্ডা থাকে। কটাক্ষের সুরেই তিনি বলেন, “ওরা গৃহ সম্পর্ক অভিযান করুক। আমরাও ঘরে ঘরে আছি। মুখ্যমন্ত্রীর নানা প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছে। মানুষের কাছে যাচ্ছি। আরএসএস বিজেপি এবার এসব করে কিছু লাভ করতে পারবে না।” অন্যদিকে এদিনই আবার ১২ বছর নাগপুরে আরএসএসের সদর দফতরে যেতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যা নিয়ে জোর চর্চা গোটা দেশে।