AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shankar Ghosh: ‘শুধু আমাকে নয়, ওঁর রুচি স্পষ্ট বোঝা যাচ্ছে’, ‘রহস্যময়ী’ স্বর্ণালিকে নিয়ে বিব্রত বিধায়ক শঙ্কর ঘোষ, ছুটলেন থানায়

Shankar Ghosh: বিধায়ক শঙ্কর বলেন, "স্বর্ণালি মজুমদার নামে ওই মহিলাকে সামাজিক মাধ্য়মে নিজেকে বেঙ্গালুরুর বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তিনি বিজেপির আইটি সেলের কেউ নন। তাঁকে চিনিও না।" তাঁর অভিযোগ, "অসাধু উদ্দেশ্যে এর আগেও এভাবে দলীয় নেতাকর্মীদের নামে কুৎসা করেছিলেন তিনি। এবার বিজেপি বিধায়ক, সাংসদদের বেছে নেওয়া হয়েছে।"

Shankar Ghosh: 'শুধু আমাকে নয়, ওঁর রুচি স্পষ্ট বোঝা যাচ্ছে', 'রহস্যময়ী' স্বর্ণালিকে নিয়ে বিব্রত বিধায়ক শঙ্কর ঘোষ, ছুটলেন থানায়
বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2025 | 2:44 PM

শিলিগুড়ি: এক্স হ্যান্ডেলে তাঁর নাম স্বর্ণালি মজুমদার। ‘রহস্যময়ী’ সেই মহিলার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি রাজ্য সম্পাদক তথা বিধায়ক শঙ্কর ঘোষ।

অভিযোগ, গত কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে ওই এক্স হ্যান্ডেল থেকে শঙ্কর ঘোষ ও সাংসদ রাজু বিস্তার নামে অশালীন ও কুরুচিকর নানারকমের পোস্ট করা হচ্ছিল। বিধায়ক শঙ্কর বলেন, “স্বর্ণালি মজুমদার নামে ওই মহিলাকে সামাজিক মাধ্য়মে নিজেকে বেঙ্গালুরুর বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন। তিনি বিজেপির আইটি সেলের কেউ নন। তাঁকে চিনিও না।” তাঁর অভিযোগ, “অসাধু উদ্দেশ্যে এর আগেও এভাবে দলীয় নেতাকর্মীদের নামে কুৎসা করেছিলেন তিনি। এবার বিজেপি বিধায়ক, সাংসদদের বেছে নেওয়া হয়েছে।”

শঙ্কর ঘোষের আরও দাবি, “রহস্যময়ী নারী। শুধু আমাকে নয়, পুলিশ-সহ নানা প্রশাসনের কর্তাদের উদ্দেশ্যেও কুরুচিকর লেখা রয়েছে। পুলিশ কমিশনারের বিরুদ্ধেও কিছু পোস্ট করা হয়েছে। তাতেই তাঁর রুচি স্পষ্ট বোঝা যাচ্ছে।”

শঙ্কর বলেন, ” মহিলার দাবি অনুযায়ী, সেক্স র‍্যাকেটে কে যুক্ত আমি জানি না। পোস্টে লেখা হচ্ছে, তাঁরা নাকি আমার ঘনিষ্ঠ। কিন্তু কে যুক্ত সে নামও পোস্টে বলা হয়নি। অথচ যেহেতু আমার নাম জুড়ে দেওয়া হয়েছে, মুহূর্তে তা নিয়ে হইচই শুরু হয়। অনেকের সঙ্গে আমার ছবি জুড়ে দিয়ে ব্যবহার করা হচ্ছে।”

শঙ্কর জানিয়েছে, শুধু ওই অ্যাকাউন্ট থেকেই নয়,  আরও বেশ কিছু অ্যাকাউন্ট থেকে  বিজেপি নেতা কর্মীদের নামে কুৎসা করা হয়েছে। তাঁর প্রশ্ন, “আমার নাম নিয়ে হইচই কেন? উদ্দেশ্য নিয়েই এসব করা হচ্ছে। কেউ কেউ খবর করছেন। সবটাই অসাধু উদ্দেশ্যে নিয়ে।”

শঙ্কর ঘোষ দাবি করেন,  এর আগে এক মহিলা নিজেকে স্বর্ণালি পরিচয় দিয়ে যোগাযোগ করে, বিজেপি বিধায়কদের গ্রুপ তৈরি করেছিলেন। নিজেকে আইটি সেলের হেড পরিচয় দিয়েছিলেন। সামাজিক মাধ্যমে পোস্ট কীভাবে করতে হয়, সেটা শিখিয়েছিলেন। শঙ্করের কথায়, “আমরা প্রশিক্ষণ নিইনি। কিন্তু পরে জানতে পারি উনি আইটি সেলের কেউ না। সঙ্গে সঙ্গে আমরা বিধায়করা গ্রুপ থেকে বেরিয়ে যাই। ওই মহিলার আকাউন্ট ব্লক করে দেই। আমি পুলিশে অভিযোগ করছি। ভোটের আগে আমাদের নাম জড়ানো হচ্ছে।”