Siliguri: নামিদামী কোম্পানির ব্র্যান্ডেড ১৪টা গাড়ি উদ্ধার, ফাঁস আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্র
Siliguri: এই চক্রের মূল পান্ডা সোমনাথ মুখোপাধ্যায়কে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। ধৃত সোমনাথ কলকাতার প্রিন্স আনোয়ার সহ রোডের বাসিন্দা।

শিলিগুড়ি: ১৪ টি নামিদামী কোম্পানির ব্র্যান্ডেড নতুন গাড়ি উদ্ধার। গ্রেফতার চার দুষ্কৃতী। অসম,মেঘালয়,অরুণাচলপ্রদেশ, পশ্চিমবঙ্গ থেকে ১০০টিরও বেশি গাড়ি চুরি করে গোটা দেশে এবং প্রতিবেশী দেশ নেপালে বিক্রি করার অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে।
এই চক্রের মূল পান্ডা সোমনাথ মুখোপাধ্যায়কে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ। ধৃত সোমনাথ কলকাতার প্রিন্স আনোয়ার সহ রোডের বাসিন্দা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার আইসি, বাসুদেব সরকার জানিয়েছেন, সোমনাথ-সহ ধৃত পাপ্পু ঝা, নীতিন প্রধান এবং রাজ নার্জিনারী বিভিন্ন রাজ্য থেকে গাড়ি ভাড়া নিয়ে এবং অথরাইজেশন লেটার নিয়ে সেই গাড়ি বিভিন্ন জায়গায় বিক্রি এবং বন্ধক রেখে কোটি কোটি টাকার প্রতারণা করেছে।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানায় এমনই একটি গাড়ি উধাওয়ের অভিযোগের তদন্তে নেমে প্রধাননগর থানার পুলিশ কলকাতার বাসিন্দা সোমনাথ শিলিগুড়ি থেকে গ্রেফতার করে। তাকে গ্রেফতার করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রধান নগর পুলিশ জানতে পারে পাপ্পু, নিতেন এবং রাজকে কাজে লাগিয়ে সোমনাথ বিভিন্ন ট্রাভেল এজেন্সির থেকে গাড়ি ভাড়া নিত এবং তা বিভিন্ন রাজ্যে এবং প্রতিবেশী দেশ নেপালে বিক্রি করে দিত এবং বন্ধক রেখে মোটা টাকা তুলে নিত।
শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত প্রধাননগর থানার পুলিশের অভিযানে ১৪ টি নামিদামী কোম্পানির ব্র্যান্ডেড গাড়ি উদ্ধার হয়েছে। এই ঘটনায় ধৃত পাপ্পু ঝার বাড়ি জলপাইগুড়ি জেলার বানারহাটে, নিতেন প্রধানের এবং রাজ নারজিনারীর বাড়ি জলপাইগুড়ি জেলার নাগরাকাটায়। আরও আশিটিরও বেশি গাড়ি এই চক্র ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে এবং প্রতিবেশী দেশ নেপালে বিক্রি এবং বন্ধক রেখেছে বলেই তদন্তে জানতে পেরেছে পুলিশ।
ধৃত তিনজনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। মূল অভিযুক্ত সোমনাথকে আদালতের কাছে অনুরোধ জানিয়ে রিমান্ডে নিয়ে এই চক্রের বাকিদের খোঁজে এবং বাকি গাড়ি উদ্ধারের চেষ্টা চালাবে প্রধান নগর থানার পুলিশ বলে জানা গিয়েছে।





