‘কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে’, GTA নিয়ে বিস্ফোরক রাজ্যপাল

জিটিএ অ্যাকাউন্টের অডিট করানোর দাবি বিজেপি আগেই তুলেছিল। রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর উত্তরবঙ্গ সফর শেষে সেই একই সুরে সুর মেলালেন। তাঁর বক্তব্য, জিটিএ এলাকায় যে বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে, তার অডিট হওয়া বাঞ্ছনীয়।

'কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে', GTA নিয়ে বিস্ফোরক রাজ্যপাল
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Jun 28, 2021 | 11:55 AM

শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফর শেষে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) নিয়ে বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। তাঁর অভিযোগ, বছরের পর বছর কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। কোনও উন্নয়ন হয়নি উত্তরবঙ্গে। তিনি জানান, জিটিএ অ্যাকাউন্টের অডিট করানো হবে।

উল্লেখ্য, জিটিএ অ্যাকাউন্টের অডিট করানোর দাবি বিজেপি আগেই তুলেছিল। রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর উত্তরবঙ্গ সফর শেষে সেই একই সুরে সুর মেলালেন। তাঁর বক্তব্য, জিটিএ এলাকায় যে বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে, তার অডিট হওয়া বাঞ্ছনীয়। বহুক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ উঠছে। তাঁর স্পষ্ট বক্তব্য, উত্তরবঙ্গে সেভাবে উন্নয়নের কাজ হয়নি। এক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখ্য, পাহাড়ে যে বোর্ডগুলি কাজ করছে, সেগুলি কোনওটাই নির্বাচিত নয়। দীর্ঘদিন ধরে নির্বাচন হচ্ছে না। জিটিএ গঠিত হয়নি নতুন করে। পঞ্চায়েত, পুরসভার নির্বাচনও এখনও হয়নি। সর্বত্রই রাজ্য সরকারের মনোনীত বোর্ড কাজ করছে। সরকারি অর্থ নিয়ে খরচের ক্ষেত্রে অডিটের দাবি তুলেছেন রাজ্যপাল।

জিটিএ-তে কোটি কোটি টাকার দুর্নীতির যে অভিযোগ তুলেছেন রাজ্যপাল, তার কঠোর প্রতিবাদ করেছে তৃণমূল। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য, “অসাংবিধানিক কথা বলছেন। তদন্তের আগে কীভাবে বলছেন দুর্নীতি হচ্ছে? অডিট তো হচ্ছে। প্রত্যেক বছরই হচ্ছে। পাহাড়ে রাস্তা- শিক্ষা-স্বাস্থ্যে উন্নয়ন হয়েছে। তিনি তা চোখে দেখতে পারছেন না। রাজ্যপালের উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্যই হল রাজ্য সরকারকে ছোট করা। পাহাড়ের মানুষকে অসম্মান করলেন রাজ্যপাল।”

আরও পড়ুন: বিধানসভার সর্বদল বৈঠক অথচ ডাকই পেলেন না নওসাদ! নজিরবিহীন, বলছেন বিশ্লেষকরা

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পৃথক রাজ্যের দাবি নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, ঠিক তখনই রাজ্যপালের উত্তরবঙ্গ সফর অন্য তাৎপর্য বহন করেছিল। রাজ্যপালকে সামনে পেয়েই পৃথক গোর্খাল্যান্ডের দাবি উঠেছিল পাহাড়ে। ইতিমধ্যেই নাকি আঞ্চলিক দলগুলি রাজ্যপালকে সে কথা জানিয়েছে। অখিল ভারতীয় গোর্খা লিগ, সিপিআরএম, গোর্খা রাষ্ট্রীয় কংগ্রেস, শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার প্রতিনিধিরা দফায় দফায় রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন। যুব মোর্চা বাদে পাহাড়ের প্রত্যেকটি রাজনৈতিক দল পৃথক রাজ্যের দাবি জানিয়েছে রাজ্যপালের কাছে। এসবের মাঝেই উত্তরবঙ্গ সফর শেষে জিটিএ নিয়ে রাজ্যপালের এহেন বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, মত বিশ্লেষকদের।