Patients from Bangladesh: ভারতের পতাকায় প্রণাম না করলে বাংলাদেশি রোগীদের দেখছেন না শিলিগুড়ির এই ডাক্তার
Patients from Bangladesh: কী লেখা রয়েছে চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়ের চেম্বারের সামনে? জাতীয় পতাকার পাশে ওই বার্তায় লেখা, "ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।"
দার্জিলিং: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ। পথে নেমেছেন বাংলাদেশের হিন্দু-সহ সংখ্যালঘুরা। এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অবমাননার একাধিক ছবি সামনে এসেছে। তার নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। পশ্চিমবঙ্গের একাধিক চিকিৎসক ও কলকাতার একটি হাসপাতাল সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের রোগীদের চিকিৎসা করবে না তারা। এবার উত্তরবঙ্গের এক চিকিৎসক অভিনব সিদ্ধান্ত নিয়েছেন।
শেখর বন্দ্যোপাধ্যায় নামে ওই চিকিৎসক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগের স্পেশাল মেডিক্যাল অফিসার। শিলিগুড়িতে তাঁর চেম্বারে ঢোকার মুখে ভারতের জাতীয় পতাকা টাঙানো রয়েছে। যেখানে লেখা রয়েছে, সবাইকে বিশেষ করে বাংলাদেশি রোগীদের জাতীয় পতাকাকে প্রণাম করে চেম্বারে ঢুকতে হবে।
কী লেখা রয়েছে চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায়ের চেম্বারের সামনে? জাতীয় পতাকার পাশে ওই বার্তায় লেখা, “ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন। বিশেষত বাংলাদেশ থেকে আগত রোগীরা প্রণাম না করলে এখানে রোগী দেখা হবে না।”
তাঁর এই সিদ্ধান্ত নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে চিকিৎসক শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলাদেশে আমার দেশের জাতীয় পতাকার অবমাননা দেখে কষ্ট পেয়েছি। একজন চিকিৎসক হিসেবে রোগীদের ফিরিয়ে দিতে পারি না। কিন্তু, যাঁরা আমার দেশে চিকিৎসার জন্য আসছেন, তাঁদের আমার দেশ ও জাতীয় পতাকাকে সম্মান করতে হবে।”
তিনি আরও বলেন, “যে সরকারি হাসপাতালে কাজ করি, সেখানে তো কাউকে ফিরিয়ে দিতে পারি না। কিন্তু, শিলিগুড়িতে আমার চেম্বারের সামনে জাতীয় পতাকা টাঙিয়ে ওই বার্তা লিখে রেখেছি। যাঁরা আমার দেশকে সম্মান জানাবেন না, তাঁদের চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব নয়।” প্রসঙ্গত, বাংলাদেশ থেকে বহু রোগী শিলিগুড়িতে চিকিৎসার জন্য আসেন।