শিলিগুড়ি: বার বা নাইট ক্লাব, পাবে দেদার মদ্যপান। ঢুলুঢুলু চোখে দুলকি চালে হাঁটতে বা গাড়ি চালাতে গিয়েই সমস্যা। দুর্ঘটনা এড়াতে এবার নজিরবিহীন উদ্যোগ পুলিশের। রাতে বিভিন্ন নাইট ক্লাব, পাবে মত্তদের বাড়ি পৌঁছে দেবে পুলিশ। সামনেই বড়দিন, বর্ষবরণ। তার আগে এমন অভিনব ভাবনা শিলিগুড়ি মেট্রপলিট্যান পুলিশের। ভাবনার মূল লক্ষ্য রাতের শহরে দুর্ঘটনা কমানো।
পুলিশ কর্তাদের দাবি, রাতের শহরে নাইট ক্লাব বা পাব থেকে বেরিয়ে অনেকেই অতিরিক্ত মদ্যপান করে বাইক বা গাড়ি চালিয়ে ফিরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। তাই তাদের সুরক্ষাতেই এই ভাবনা।
ঠিক কী করা হবে? (Big wall presentation)
*অতিরিক্ত মদ্যপদের চিহ্নিত করবে বার, নাইট ক্লাব, পাব।
*তাঁদের ব্রেথ আনালাইজার পরীক্ষা করা হবে।
*পরিবারের সঙ্গে যোগাযোগ করে মদ্যপকে বাড়ি নিয়ে যেতে অনুরোধ করা হবে।
*কাজ না হলে পুলিশে খবর দেবেন কর্তৃপক্ষ।
*পুলিশ তাঁকে ক্যাবে তুলে বাড়িতে পাঠাবে।
*মদ্যপ হয়ে ওই ব্যক্তি গাড়ি চালালে মোটা টাকা ফাইন ও ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করার কথা ভাবা হয়েছে।
পুলিশ কমিশনার গৌরব শর্মা বলেন, “সামনেই বড়দিন, বর্ষবরণ। আমরা চাই না রাতে বাড়ি ফিরতে গিয়ে কেউ প্রাণ হারান। তাই কেউ অতিরিক্ত মদ্যপান করে থাকলে তাঁদের বাড়ি পৌঁছে দিতে হবে। আমরা বারগুলিকে নিয়ে বৈঠক করব। নানা পদক্ষেপ করা হবে।”
শিলিগুড়ির বার, নাইট ক্লাবগুলিও স্বাগত জানিয়েছে এই পদক্ষেপকে। তাঁদের দাবি, “গ্রাহক আমাদের থেকে মদ কিনে খান ঠিকই। কিন্তু আমরাও চাই না কেউ অসুস্থ হয়ে পড়ুক। তাঁরা বাড়ি যেতে না পারলে আমরাও নানা সমস্যায় পড়ি। তাঁরা বাড়ি যেতে গিয়ে দুর্ঘটনাও ঘটে। তাই তাঁদের নিরাপদে পৌঁছে দিতে কিছু একটা পদক্ষেপ সত্যিই দরকার ছিল।”
আরও পড়ুন: Weather Update: ‘দক্ষিণী’ বর্ষার দাপটে ফিকে উত্তুরে হাওয়া, এ বারও জোরাল শীতে লাগাম
আরও পড়ুন: সেক্টর ফাইভ থেকে শিয়ালদা মেট্রো পরিষেবা কবে থেকে চালু? আজই মিলল ইঙ্গিত