Suvendu Adhikari: ‘টাকা তো দেয় কেন্দ্র’, উত্তরকে বঞ্চনার হিসেব বোঝালেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari: উত্তর যে বঞ্চিত, সে কথা উল্লেখ করে নন্দীগ্রামের বিধায়ক বলেন, "একটা নিউরোসার্জেন নেই। কার্ডিওলজিস্ট নেই উত্তরে। নতুন মেডিক্যাল কলেজ চালাতে ডাক্তার সহ সব কর্মীর জন্য টাকা কেন্দ্র দেয়।"

Suvendu Adhikari: 'টাকা তো দেয় কেন্দ্র', উত্তরকে বঞ্চনার হিসেব বোঝালেন শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 5:07 PM

একদিকে কাঞ্চনজঞ্ঘা স্টেডিয়ামে যখন উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরের আর এক সভায় তখন বঞ্চনার হিসেব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়কের দাবি, উত্তরবঙ্গের জন্য যত বরাদ্দের কথা বলা হয় আর যত টাকা দেওয়া হয়, তার মধ্যে ফারাক বিস্তর। সভা থেকেই এদিন হিসেব দিয়েছেন শুভেন্দু। তিনি দাবি করেছেন, উত্তরবঙ্গের জন্য বিভিন্ন খাতে টাকা দেয় কেন্দ্র, যা থেকে পরিষেবা পায় সাধারণ মানুষ। তাঁর কথায়, মমতা শুধুই বেড়াতে যান উত্তরবঙ্গে। লোকসভা নির্বাচনের আগে একাধিকবার উত্তরবঙ্গে তিনি যাবেন বলেও জানিয়েছেন।

বিরোধী দলনেতা উল্লেখ করেছেন, ২০২০-২১ সালে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রাজ্যের বরাদ্দ ছিল ৭১০ কোটি, দেওয়া হয়েছে মাত্র ২৪৬ কোটি অর্থাৎ ৩৪ শতাংশ, ২০২১-২২ সালে বরাদ্দ ছিল ৭৫৯ কোটি টাকা, আসলে দেওয়া হয়েছে ১৭০ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে প্রায় ৮০০ কোটির কাছাকাছি আর দেওয়া হয়েছে ৩০৮ কোটি টাকা। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী উন্নয়নের দিক থেকে বঞ্চিত করেছেন উত্তরকে। নির্বাচন এলে শুধুই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যান।

উত্তর যে বঞ্চিত, সে কথা উল্লেখ করে নন্দীগ্রামের বিধায়ক বলেন, “একটা নিউরোসার্জেন নেই। কার্ডিওলজিস্ট নেই উত্তরে। নতুন মেডিক্যাল কলেজ চালাতে ডাক্তার সহ সব কর্মীর জন্য টাকা কেন্দ্র দেয়।” শুভেন্দু প্রশ্ন তুলেছেন, ‘চা সুন্দরী কই গেল?’ তিনি আরও উল্লেখ করেছেন, কেন্দ্রীয় সরকারের শ্রম দফতরের অর্থে চা বাগান বন্ধ হলে ভাতা দেওয়া হয়।

এদিন শুভেন্দু জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করতে মাসে দুবার করে উত্তরবঙ্গে যাবেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর পরবর্তী কর্মসূচির কথা ঘোষণা করেছেন তিনি। চা শ্রমিকদের সমাবেশে উপস্থিত থাকবেন তিনি।