Lok Sabha polls: ‘অনুপ্রবেশকারীদের ভোটেই তৃণমূলের জয়’, লক্ষ্মীর ভাণ্ডারের তত্ত্ব ওড়ালেন রাজু বিস্তা

Lok Sabha polls: রাজু বলেন, “উত্তরপ্রদেশে আসন কমেছে এটা যেমন ঠিক, তেমনি ওড়িশায় আসন পেয়েছি। আমার মতে অনুপ্রবেশকারীদের ভোট, কংগ্রেস-সিপিএমের ভোট তৃণমূলে যাওয়ায় বাংলায় এই ফল।”

Lok Sabha polls: ‘অনুপ্রবেশকারীদের ভোটেই তৃণমূলের জয়’, লক্ষ্মীর ভাণ্ডারের তত্ত্ব ওড়ালেন রাজু বিস্তা
রাজু বিস্তাImage Credit source: TV9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 05, 2024 | 9:42 PM

দার্জিলিং: “অনুপ্রবেশকারীদের ভোটেই জিতেছে তৃণমূল।” ভোটের ফল ঘোষণার পর বিস্ফোরক মন্তব্য জয়ী বিজেপি প্রার্থী রাজু বিস্তার। “সীমান্ত পেরিয়ে এদেশে এসে যারা ভোটার কার্ড তৈরি করালেন তাদের আটকাতে পারেনি কমিশন। আমরা চাইছি এই সমস্যা নিয়ে দ্রুত তদন্ত করে দেখা হোক। ভোটারেরা বৈধ নাগরিক কিনা তা খতিয়ে দেখা দরকার। উত্তরবঙ্গে অনুপ্রবেশ সমস্যা কম, তাই এখানে বিজেপি জিতেছে। দক্ষিণবঙ্গে অনুপ্রবেশ বেশি আর তৃণমূল অনুপ্রবেশকারীদের পাশে থাকে, তাই এই দুইয়ের মেলবন্ধনেই এই ফল”, বলে জানালেন রাজু বিস্তা।

তবে তাঁর দাবি, এর সঙ্গে এ রাজ্যে কংগ্রেস ও বামের দুই শতাংশ করে ভোট তৃণমূল যাওয়ায় আসন কমেছে বিজেপির। তবে শতাংশের বিচারে বিজেপির ভোট কমেনি। রাজু বলেন, “উত্তরপ্রদেশে আসন কমেছে এটা যেমন ঠিক, তেমনি ওড়িশায় আসন পেয়েছি। আমার মতে অনুপ্রবেশকারীদের ভোট, কংগ্রেস-সিপিএমের ভোট তৃণমূলে যাওয়ায় বাংলায় এই ফল।” 

এই মুহুর্তে বিজেপির আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোই মূল লক্ষ্য বলে জানান রাজু বিস্তা। তিনি বলেন, “বাংলায় নেতৃত্ব ব্যার্থ এমনটা নয়। আমরা হারিনি। তবে তৃণমূল জিতেছে। কেউ হয়তো ভাবছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এই ফল। কিন্তু আমার মনে হয় মোদী সরকারের কাছেও এমন অনেক ভান্ডার ছিল। ফলে লক্ষ্মীর ভান্ডার একমাত্র কারণ এমন ভাবা ভুল।”