ED Arrests Shankar Adhya: মধ্যরাতে নাটকীয় মোড়, ইডির জালে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান
Ration Scam: সন্ধেতেই শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ির থেকে সাড়ে আট লাখ টাকা উদ্ধার করেছিল ইডি। একটি আলমারি থেকে পাওয়া গিয়েছিল বান্ডিল বান্ডিল নগদ টাকা। এরপর রাত বাড়তেই গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। সূত্রের খবর, রাতেই তাঁকে নিয়ে আসা হবে কলকাতায় সিজিও কমপ্লেক্সে। শনিবার সকালে মেডিক্যাল পরীক্ষা করানোর পর পেশ করা হতে পারে আদালতে।

বনগাঁ: সকাল থেকে ইডির অভিযান। মধ্যরাতে নাটকীয় মোড়। বনগাঁর দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতার করল ইডি। সন্ধেতেই শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ির থেকে সাড়ে আট লাখ টাকা উদ্ধার করেছিল ইডি। একটি আলমারি থেকে পাওয়া গিয়েছিল বান্ডিল বান্ডিল নগদ টাকা। এরপর রাত বাড়তেই গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। সূত্রের খবর, রাতেই তাঁকে নিয়ে আসা হবে কলকাতায় সিজিও কমপ্লেক্সে। শনিবার সকালে মেডিক্যাল পরীক্ষা করানোর পর পেশ করা হতে পারে আদালতে।
উল্লেখ্য, শুক্রবার কলকাতা-সহ আশপাশের একাধিক জায়গায় হানা দিয়েছিলেন ইডির তদন্তকারী অফিসারা। ইডির আলাদা আলাদা টিম একযোগে হানা দিয়েছিল সকাল থেকে। তার মধ্যে ছিল বনগাঁও। বনগাঁর দাপুটে তৃণমূল নেতা বলে পরিচিত শঙ্কর আঢ্যর সঙ্গে যোগ রয়েছে, এমন পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। হানা দেয় নেতার বাড়ি ও তাঁর শ্বশুরবাড়িতেও। দীর্ঘক্ষণ অভিযানের পর সন্ধেয় শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়ি থেকে নগদ টাকার হদিশ পান তদন্তকারী অফিসাররা।
এদিকে শঙ্কর আঢ্যের বাড়িতেও সকাল থেকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল ইডির পৃথক একটি টিম। পরিবারে দাবি, ব্যবসায়িক বিভিন্ন বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাঁকে। এরপরই রাত বাড়তেই আসে নাটকীয় মোড়। মধ্যরাতে ইডির হাতে গ্রেফতার হন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্য়ান।
তৃণমূলের এই নেতা ও তাঁর পরিবারের একাধিক ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বিদেশি টাকার বিনিময়ের ব্যবসাও রয়েছে বলে খবর। শঙ্কর আঢ্যের সঙ্গে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিকেরও বেশ ঘনিষ্ঠতা ছিল বলেও জানা যায়।
