AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলায় বিধানসভা নির্বাচন: জানুয়ারির মাঝেই চূড়ান্ত ভোটার তালিকা

আগামী ১৫ জানুয়ারী পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশিত হতে চলেছে। এদিন জলপাইগুড়িতে এসে জানিয়ে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।

বাংলায় বিধানসভা নির্বাচন: জানুয়ারির মাঝেই চূড়ান্ত ভোটার তালিকা
প্রতীকী চিত্র।
| Updated on: Jan 02, 2021 | 12:10 AM
Share

জলপাইগুড়ি: আগামী ১৫ জানুয়ারী পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশিত হতে চলেছে। এদিন জলপাইগুড়িতে এসে জানিয়ে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।

পশ্চিমবঙ্গে আসন্ন বিধান‌সভা নির্বাচনে‌র আগে জলপাইগুড়িতে এসেছিলেন রাজ‍্যের মুখ‍্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। জলপাইগুড়ি-সহ উত্তর‌বঙ্গে‌র পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সচিত্র ভোটার তালিকা সংক্রান্ত বিষশে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। এরপরই জানিয়ে দেন, শীঘ্রই প্রকাশ পেতে চলেছে রাজ্যের ভোটার তালিকা।

বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি‌র জেলাশাসকের দফতরে সচিত্র ভোটার তালিকা সংক্রান্ত বিশেষ রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলার জেলাশাসক-সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও নির্বাচনী আধিকারিকেরা। এদিন প্রায় চার ঘণ্টা ধরে মিটিং চলে।

আরও পড়ুন: ‘তোলাবাজ ভাইপোর জ্যাঠা’, সৌগতকে আক্রমণ শুভেন্দুর

মিটিং শেষে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব বলেন, “এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। আমরা আজ উত্তরবঙ্গের ৫ জেলার জেলাশাসকদের নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এবং সচিত্র ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে বৈঠক করলাম। আগামী ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।”

আরও পড়ুন: সিবিআই কয়লা পাচারের তদন্ত শুরু করার আগেই দুবাই পালায় ‘ফান্ডম্যান’ বিনয়