শুভেন্দুর জায়গায় দলীয় কোনও নেতা নন, হলদিয়া উন্নয়ন পর্ষদের মাথায় জেলাশাসক

বিভূ গোয়েল এর আগে এক বছর তিন মাসের জন্য এইচডিএ'র চিফ একজিকিউটিভ অফিসার (CEO) পদে থেকেছেন। এবার পর্ষদের মাথায় বসানো হল তাঁকে।

শুভেন্দুর জায়গায় দলীয় কোনও নেতা নন, হলদিয়া উন্নয়ন পর্ষদের মাথায় জেলাশাসক
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 10, 2020 | 8:26 PM

কলকাতা: হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির নতুন চেয়ারম্যান হলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক বিভু গোয়েল। কমিটিতে রয়েছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী, পাশকুঁড়া পশ্চিমের বিধায়ক ফিরোজা বিবি। বৃহস্পতিবার রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন বিষয়ক দফতরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আরও পড়ুন: ভোট প্রস্তুতি তুঙ্গে, ফের জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

৯ বছর ৬ মাস হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির (HDA) চেয়ারম্যান পদ সামলেছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি তৃণমূলের সঙ্গে তাঁর রাজনৈতিক মতানৈক্য চরমে পৌঁছলে একে একে মন্ত্রিত্ব, প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ান তিনি। ইস্তফা দেন এইচডিএ’র চেয়ারম্যান পদ থেকেও। এই ঘটনার পর থেকেই নজর ছিল, কে শুভেন্দুর জায়গায় বসেন। জল্পনায় ছিল একাধিক নাম। আর অধিকাংশ নামই ‘শুভেন্দু বিরোধী’ শিবিরের।

প্রকাশিত বিজ্ঞপ্তি।

কিন্তু এদিন বিজ্ঞপ্তি জারি হওয়ার পর দেখা গেল, খুব তাৎপর্যপূর্ণভাবে এই পর্ষদের মাথায় কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে বসানো হল না। অর্থাৎ শুভেন্দুর জায়গায় তৃণমূল দলীয় কোনও সদস্যকে বসাল না। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক হলেন নয়া চেয়ারম্যান।

আরও পড়ুন: আপডেট: জ্ঞান ফিরেছে, স্থিতিশীল বুদ্ধবাবু, বাড়ানো হল মেডিক্যাল বোর্ডের সদস্য

চলতি সপ্তাহেই হলদিয়া পুরসভার কাউন্সিলরদের কলকাতায় তৃণমূল ভবনে ডেকে পাঠান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক চলে। কিন্তু বৈঠকের নির্যাস নিয়ে মুখ খুলতে চাননি জন প্রতিনিধিদের কেউই। পরবর্তী পদক্ষেপ নিয়েই যে এই বৈঠক তা আন্দাজ করা গিয়েছিল। এরইমধ্যে ফিরহাদ হাকিমের দফতর জারি করল এই বিজ্ঞপ্তি। বিভু গোয়েল এর আগে এক বছর তিন মাসের জন্য এইচডিএ’র চিফ একজিকিউটিভ অফিসার (CEO) পদে থেকেছেন। এবার পর্ষদের মাথায় বসানো হল তাঁকে।