Arambagh Road Accident: আরামবাগে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ৫! অবরোধের মাঝে ধস্তাধস্তিতে আহত ২ পুলিশ কর্মী
Arambagh Road Accident: পথ দুর্ঘটনায় মৃত্যু। রণক্ষেত্র গোঘাটের খাটুল। স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। পথ অবরোধ। স্থানীয়দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে আহত দুই পুলিশ কর্মী। ব্যাপক উত্তেজনা এলাকায়।

আরামবাগ: পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। রণক্ষেত্র গোঘাটের খাটুল। ডাম্পারের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একজনের। ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন আরও ৫ জন। এ ঘটনার পরেই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। আরামবাগ-কোতুলপুর ২ নম্বর রাজ্য সড়কে দীর্ঘক্ষণ চলে অবরোধ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। পুলিশ আসতেই ক্ষোভের আগুনে যেন ঘি পড়ে। পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় উত্তেজিত জনতার। ঘটনায় দুই পুলিশ কর্মী আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। দ্রুত যান নিয়ন্ত্রণের দাবিতে সরব হন এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ।
স্থানীয় সূত্রে খবর, কোতুলপুরের দিক থেকে একটি ট্রাক্টরে ৬ জন আসছিল। অন্যদিকে একটি ডাম্পার আরামবাগ থেকে কোতলপুরের দিকে যাচ্ছিল। খাটুল এলাকায় দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তার উফরেই উল্টে যায় ট্রাক্টরটি। তাতে থাকা ৬ জনই ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। এরইমধ্যে শুরু হয়ে গিয়েছিল অবরোধ।
