Local Train:সকাল থেকে বন্ধ টিকিট কাউন্টার! স্টেশনে স্টেশনে ভোগান্তিতে যাত্রীরা
Local Train: রেল সূত্রে জানা গিয়েছে তারকেশ্বর হাওড়া ডাউন লাইনে ভোর ৩:৫০ থেকে সকাল ১১:১৫ এবং হাওড়া তারকেশ্বর আপ লাইনে ভোর ৪:০৫ থেকে সকাল ৯:০৫ পযন্ত মোট ২৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। তবে সকাল থেকে স্টেশনে যাত্রীদের টিকিট না দেওয়া হলেও সকাল ৮ টার পর যাত্রীদের ফের টিকিট দেওয়া শুরু হয়।

তারকেশ্বর: খবর পৌঁছায়নি অনেকের কাছেই। না জেনে তারকেশ্বর রেল স্টেশনে এসে ভোগান্তির স্বীকার বহু মানুষ। সকাল সকাল ট্রেন ধরার জন্য স্টেশনে এসেছেন অনেকেই। কারও রবিবারের ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান, কারও আবার দৈনন্দিন কাজ। কেউ যাবেন কলকাতায় চিকিৎসার জন্য তো কেউ যাবেন হাওড়া, কেউ আবার ব্যবসার প্রয়োজনে অন্যত্র। কিন্তু, স্টেশনে এসে দেখছেন বাতিল রয়েছে প্রচুর ট্রেন। অগত্যা কেউ করলেই স্টেশনেই অপেক্ষা, আবর কেউ ধরলেন অন্য রুট।
প্রসঙ্গত, গত কাল রাত থেকে এদিন সকাল ১১ টা পযন্ত হাওড়া তারকেশ্বর শাখায় ট্রেন চলাচল বন্ধের কথা জানিয়েছেন পূর্ব রেল। সিঙ্গুর নসিবপুর এবং দিয়ারা নসিবপুর স্টেশনের মাঝে দু’টি রেল ব্রিজ পুনর্নিমানের কাজ চলবে। সে কারণেই কোপ পড়েছে হওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখার একাধিক ট্রেনে।
রেল সূত্রে জানা গিয়েছে তারকেশ্বর হাওড়া ডাউন লাইনে ভোর ৩:৫০ থেকে সকাল ১১:১৫ এবং হাওড়া তারকেশ্বর আপ লাইনে ভোর ৪:০৫ থেকে সকাল ৯:০৫ পযন্ত মোট ২৫ টি ট্রেন বাতিল করা হয়েছে। তবে সকাল থেকে স্টেশনে যাত্রীদের টিকিট না দেওয়া হলেও সকাল ৮ টার পর যাত্রীদের ফের টিকিট দেওয়া শুরু হয়। যাত্রীদের দাবি, টিকিট কাউন্টার থেকে বলা হচ্ছে তারকেশ্বর থেকে হাওড়া যাওয়ার প্রথম ট্রেন ছাড়বে ৯:৩২ নাগাদ। এখন তারই অপেক্ষায় যাত্রীরা। এক যাত্রী তো বলছেন, “খুবই সমস্যা। টিকিট কাটতে গিয়ে জানতে পারি ট্রেন বন্ধ রয়েছে। কী আর করা যাবে! ভোগান্তি হলেও এখন অন্য ট্রেন ধরে যেতে হবে।”





