হুগলি: হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে এবার নাম না করে বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখার পরামর্শ দিলেন অভিষেক। মঙ্গলবার তৃণমূলের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠক ছিল। সেই বৈঠক শেষে দলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়ের জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল অভিষেককে। জেলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে হুগলি লোকসভা আসন জেতার বিষয়ে আশাবাদী তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।
দলের অভ্যন্তরীণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বললেন, ‘যিনি ২০১৯ সালের লোকসভা ভোটে জিতেছিলেন এবং আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, তাঁকে শুধু বলব, আপনার প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন। সময়ের অপেক্ষা।’
উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে অন্যতম চর্চিত আসন হল হুগলি। বঙ্গ বিজেপির অন্যতম প্রধান মহিলা মুখ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সেখানে তৃণমূল প্রার্থী করেছে ছোট পর্দার ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্য়ায়কে। উনিশের লোকসভা ভোটে মোদী ম্য়াজিকের ঝড়ে এই হুগলি লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়েছিল ঘাসফুল শিবিরের। তৃণমূলের দু’বারের সাংসদ রত্না দে নাগকে একধাক্কায় পিছনে ফেলে দিয়েছিলেন লকেট চট্টোপাধ্য়ায়। তিনিও অভিনয় জগত থেকেই উঠে আসা, তবে এখন তিনি পুরোদস্তুর রাজনীতিক। বাংলায় বিজেপির মহিলা ব্রিগেডের একেবারে প্রথম সারির মুখ লকেট।
পাঁচ বছর পেরিয়ে এসে এবারের লোকসভা ভোটে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া তৃণমূল শিবির। আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট রয়েছে হুগলিতে। তার আগে দলের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটিকে পেপটক দিয়ে গেলেন অভিষেক।