Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: পরাজিত নির্দল প্রার্থীর পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় সেই তৃণমূল

Hooghly: আরামবাগ পুরসভার ১৬ নং ওয়ার্ড। এইবার পুরভোটে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূল নেতা আজিজুল হোসেন নির্দলে নাম লেখান।

Hooghly: পরাজিত নির্দল প্রার্থীর পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় সেই তৃণমূল
কীটনাশক দিয়ে পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 20, 2022 | 1:40 PM

হুগলি: পুরভোট শেষ হয়েছে। ফলাফলও বেরিয়েছে তবে অশান্তি কমছে না কিছুতেই। জেলাগুলি থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে এসেছে। এবারের ঘটনা হুগলি। পরাজিত নির্দল প্রার্থীর পুকুরের সমস্ত মাছ বিষ দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি বসার জায়গাও ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর।

আরামবাগ পুরসভার ১৬ নং ওয়ার্ড। এইবার পুরভোটে টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূল নেতা আজিজুল হোসেন নির্দলে নাম লেখান। নির্দল হয়েই দাঁড়ান তিনি।আর ওই ওয়ার্ডেই তৃণমূলের প্রার্থী হন সমীর ভান্ডারী। সমীরবাবু জয়লাভ করেন ভোটে। তারপর দল তাঁকেই চেয়ারম্যান পদে নির্বাচিত করে।

নিত্যদিনের মত রবিবার সকালেও আজিজুল নিজের পুকুরে যান মাছের খাবার দিতে। কিন্তু গিয়ে দেখেন পুকুরের সব মাছ মরে গেছে। পরে পুকুর পাড় থেকে কীটনাশকের একটি প্যাকেট উদ্ধার করেন তিনি। আজিজুলবাবুর অভিযোগ, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।তিনি নির্দল প্রার্থী হয়েছিলেন বলে তাঁর বিরুদ্ধে এই ভাবে চক্রান্ত করা হচ্ছে। যেহেতু তিনি চোখে দেখেননি, তাই কারুর বিরুদ্ধে অভিযোগ করছেন না। তবে এলাকার দুষ্কৃতীরাই এই কাজ করেছেন। আজিজুলের বক্তব্য অনুযায়ী, “আমি সকালবেলা মাছ ধরতে গিয়ে দেখি পুকুরের সব মাছ মরে গিয়েছে। তখনই আশেপাশ দেখতে থাকি। চোখে পড়ে পুকুর পাড়ে পরে রয়েছে কীটনাশকের পকেট। এই ঘটনার সঙ্গে তৃণমূলের লোকজন জড়িত। কিন্তু আমি যেহেতু চোখে দেখিনি সেই কারণে অভিযোগ করছি না। তবে অবশ্যই পুলিশে জানাব।”

অন্যদিকে, সমীর ভান্ডারী বলেন, “আমি এই ঘটনা সংবাদ মাধ্যমের কাছ থেকেই শুনছি। এইরকম কোনও কাজের সঙ্গে যুক্ত নই।”

আরও পড়ুন: Canning Crime: মদ খেয়ে চুর হয়ে সিভিক পুলিশের স্ত্রীর সঙ্গে নোংরামি, পরে পুলিশের সামনেই অভিযুক্ত যা বললেন…