Goghat: PHE জলপ্রকল্পেও নিয়োগ দুর্নীতির অভিযোগ, পার্টি অফিসে তালা দিলেন TMC কর্মীরা
Goghat: গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়ার ঘটনা। জল প্রকল্পে প্রধানের ছেলে ও তাঁর সহকর্মীর নিয়োগ হয়েছে শুনে গ্রামের মহিলা কর্মীরাও সকাল থেকেই পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের দাবি, তাঁদের কুলিয়া গ্রামের যে কোনও একজনের নিয়োগ হলে গ্রাম থেকে অন্তত একজন কাজ পেতেন।
গোঘাট: পিএইচ (PHE) জল প্রকল্পে নিয়োগকে কেন্দ্র করে দলের প্রধান, ব্লক সভাপতি,পঞ্চায়েত সমিতির সভাপতির স্বজনপোষণের অভিযোগ উঠল। শেষে তৃণমূল পার্টি অফিসের তালা দিলেন দলের কর্মীরাই। এখানেই কি শেষ? তৃণমূলের বুথ সভাপতি আবার বললেন, দল করা অপরাধ হয়ে গিয়েছে। তারপর পার্টি অফিসে ঝুলিয়ে দিলেন তালা। গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়ার ঘটনা।
জল প্রকল্পে প্রধানের ছেলে ও তাঁর সহকর্মীর নিয়োগ হয়েছে শুনে গ্রামের মহিলা কর্মীরাও সকাল থেকেই পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের দাবি, তাঁদের কুলিয়া গ্রামের যে কোনও একজনের নিয়োগ হলে গ্রাম থেকে অন্তত একজন কাজ পেতেন। কিন্তু সেটা হয়নি। নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে সহ তার গ্রামের ৩ জনের চাকরি হয়েছে।
স্বজনপোষণে ক্ষুব্ধ স্থানীয় পঞ্চায়েত সদস্য শিবপ্রসাদ রায় ও গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির শিশু ও নারীর কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ। তিনি বলেন, “এই রকম ঘটনা যদি ঘটে থাকে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।” যদিও অভিযুক্ত প্রধান বাবলু সাঁতরা অভিযোগ অস্বীকার করে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে নকুন্ডার তৃণমূল অঞ্চল সভাপতি শশাঙ্ক ধক বলেন, “বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে। কোনও রকমের দায় এড়ানোর চেষ্টা করছেন।”