AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: বাড়িতে সার দিয়ে রাখা বাইক, পুলিশ তদন্তে নামতেই ফাঁস বৃদ্ধের ‘কীর্তি’

Hooghly bike theft racket: অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এই সব চোরাই জিনিস বন্ধক রেখে চড়া সুদে টাকা ধার দিতেন তিনি। পরে সেই জিনিস অন্যত্র পাচার করে দেওয়া হত। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রয়েছে অভিযুক্তের। এদিন অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Hooghly: বাড়িতে সার দিয়ে রাখা বাইক, পুলিশ তদন্তে নামতেই ফাঁস বৃদ্ধের 'কীর্তি'
উদ্ধার হয়েছে আটটি বাইক
| Edited By: | Updated on: Sep 15, 2025 | 4:32 AM
Share

হুগলি: সার দিয়ে রাখা মোটরবাইক। সেই সব বাইক রেখে টাকা ধার দিতেন। পুলিশ তদন্তে নামতেই ফাঁস হল এক বৃদ্ধের ‘কীর্তি’। জানা গেল, বন্ধকী কারবারের আড়ালে চোরাই মোটরবাইক পাচার করতেন তিনি। পুলিশ গ্রেফতার করেছে ওই বৃদ্ধকে। তাঁর বাড়ি থেকে চোরাই বাইক-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। ঘটনাটি হুগলির চণ্ডীতলার।

পুলিশ জানিয়েছে ধৃত বৃদ্ধের নাম চাঁদ বাবু। রবিবার চণ্ডীতলা থানায় সাংবাদিক বৈঠক করেন চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে চণ্ডীতলার গরলগাছা বরিজহাটিতে চাঁদ বাবুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই বাড়ি থেকে আটটি বাইক, একটি টোটো, ১২ গ্রাম সোনার গয়না, ১৮৫ গ্রাম রুপোর গয়না, ছয়টি মোবাইল ফোন ও নগদ এক লক্ষ বাহাত্তর হাজার টাকা উদ্ধার করা হয়। এইসব জিনিসের বৈধ কোনও কাগজ দেখাতে পারেননি বৃদ্ধ।

Hooghly Old Man Arrested (1)

সাংবাদিক বৈঠকে চণ্ডীতলার এসডিপিও তমাল সরকার

অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এই সব চোরাই জিনিস বন্ধক রেখে চড়া সুদে টাকা ধার দিতেন তিনি। পরে সেই জিনিস অন্যত্র পাচার করে দেওয়া হত। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রয়েছে অভিযুক্তের। এদিন অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই কারবারে আর কাদের যোগ আছে, তা খতিয়ে দেখা হবে বলে এসডিপিও জানান।

পুলিশ ওই আধিকারিক বলেন, এ ধরনের বেআইনি কাজ যারা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে হুগলি গ্রামীণ পুলিশ। এদিকে, উদ্ধার হওয়া বাইক, গয়না ও অন্যান্য জিনিস কাদের, পুলিশ তার খোঁজ শুরু করেছে।