AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Konnagar: কোন্নগরের পাকা রাস্তায় চড়ে বেড়াচ্ছে হাঁস!

Konnagar: হুগলির কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের বড় বহেরা গ্রামের এই ছবি আজকে নতুন নয়। গত কয়েক দিনে হালকা বৃষ্টি হয়েছে আর তাতেই জল থইথই অবস্থা।

Konnagar: কোন্নগরের পাকা রাস্তায় চড়ে বেড়াচ্ছে হাঁস!
রাস্তায় চড়ছে হাঁস (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: May 03, 2023 | 2:02 PM
Share

কোন্নগর: এখনও বর্ষা পড়েনি। কিন্তু গত কয়েকদিনে দু’এক পশলা বৃষ্টি হয়েছে। আর তার জেরেই দুর্গতি পোহাতে হচ্ছে কোন্ননগরের নবগ্রামের সাধারণ মানুষদের। একটু বৃষ্টি হলেই রাস্তার উপর জমে জল। অবস্থা এতটাই বেগতিক যে পাকা রাস্তা নাকি পুকুর বোঝা দায়। রীতিমতো হাঁস চড়ছে রাস্তার উপর দিয়ে।

হুগলির কোন্নগর নবগ্রাম পঞ্চায়েতের বড় বহেরা গ্রামের এই ছবি আজকে নতুন নয়। গত কয়েক দিনে হালকা বৃষ্টি হয়েছে আর তাতেই জল থইথই অবস্থা। পুকুর ড্রেন রাস্তা সব একাকার। চরম দুর্ভোগে জল পেড়িয়ে পথ চলতে হয় এলাকার বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ, এই সমস্যা দীর্ঘদিনের। পঞ্চায়েতকে জানালে কাজ হবে বলে দায় সারে পঞ্চায়েত। নিকাশি ব্যবস্থা খারাপ থাকায় একটু বৃষ্টিতে জল জমে যায় রাস্তায়। পাকা রাস্তা খানাখন্দে ভরা। জমা জলে পাকা রাস্তায় হাঁস চড়ছে।

স্থানীয় সিপিআইএম নেতা তপন চক্রবর্তীর অভিযোগ,”নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। ভোট এলে লোক দেখানো কাজ হয়। কসমেটিক উন্নয়ন হয়। আর মানুষকে বঞ্চনা করা হয়।” নবগ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী দত্ত বলেন, “ওই এলাকায় একটা ড্রেনের কাজ চলছে। আমরা খবর পেলেই লোক পাঠিয়ে ঠিক করে দিই।” অন্যদিকে, উপ প্রধান গৌর মজুমদার বলেন,”গত কয়েকদিন ভাল বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে জল জমবে। পুকুরে হাঁস চড়লে সেটা চলে আসতে পারে। সিপিএম কী বলল না বলল তা নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই। ওরা ৩৪ বছরে নবগ্রামে জঙ্গলের রাজত্ব করে রেখেছিল।”