ভদ্রেশ্বর: কোটি-কোটি টাকা তছরূপ। লাগাতার ব্যাঙ্কের টাকা নয়ছয় করার অভিযোগে গ্রেফতার হলেন ভদ্রেশ্বর ইউকো ব্যাঙ্কের ম্যানেজার। বৃহস্পতিবার ওই ব্যক্তিকে বৈদ্যবাটির বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার চন্দননগর আদালতে পেশ করা হয় তাকে।
কী ঘটেছে?
ধৃত ব্যক্তির নাম সৌমিত্র মিদ্দা (৫৭)। সপ্তাহ খানেক আগে ইউকো ব্যাঙ্কের জোনাল অফিস থেকে ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সূত্রের খবর, গ্রাহকদের টাকা ফিক্সড ডিপোসিট, কখনও-কখনও বা বিভিন্ন স্কিমে ইনভেস্টমেন্টের নাম করে তছরূপ করতে থাকেন অভিযুক্ত ব্যক্তি। আর এই কাজ দীর্ঘদিন ধরেই করে আসছিলেন তিনি। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। নিজেদের মতো করেই প্রথমে তদন্ত শুরু করেন তাঁরা। একাধিক ফাইল ঘেঁটে দেখা যায় বিরাট অঙ্কের টাকা জালিয়াতি হয়েছে। এরপরই সাসপেন্ড করা হয় ম্যানেজারকে। ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়।
পরে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ভদ্রেশ্বর থানার পুলিশ সৌমিত্রকে তাঁর বৈদ্যবাটির বাড়ি থেকে গ্রেফতার করে। শুধু তাই নয়, সৌমিত্র ছাড়াও তার আরও এক সঙ্গী পেশায় সে এজন্ট সৌরভ বিশ্বাস তাঁকেও গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তদন্ত শুরু করে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাঁরাও প্রত্যেকে এই জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার তদন্তের ভিত্তিতে ধৃতকে চন্দননগর আদালতে পেশ করা হয়। সৌমিত্র মিদ্দার সঙ্গে আর কে কে জড়িত তার খোঁজ করতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে আট দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।
আরও পড়ুন: Kumarganj Suicide: ২ বছরে ১৫ মেয়ের পরিবারের থেকে ‘রিজেক্টেড’, ছেলের সিদ্ধান্তে শিউরে উঠছেন বাবা-মা!