BSF: ‘কেমন আছে? খেতে দিচ্ছে তো ওকে?’, পাকিস্তানে আটক পুর্নমের অন্তঃস্বত্ত্বা স্ত্রী ছুটছেন পাঠানকোট
BSF: বিএসএফ জওয়ানের স্ত্রী অন্তঃসত্ত্বা। তবে গর্ভে বেড়ে ওঠা সন্তানের থেকেও এখন স্বামীর চিন্তাতেই দিন কাটছে তাঁর। তাঁর একটাই কথা, দ্রুত তাঁকে দেশে ফেরানো হোক।

হুগলি: কেটে গিয়েছে প্রায় চার দিন। দফায় দফায় বৈঠক হলেও এখনও কোনও খোঁজ নেই বিএসএফ জওয়ান পুর্নম সাউয়ের। পাকিস্তানে তিনি কেমন আছেন? কী খাচ্ছেন? কেউ জানে না। কিছুই জানতে পারছেন না তাঁর অন্তঃস্বত্ত্বা স্ত্রী। তাই আর বাড়িতে বসে থাকতে পারছেন না তিনি। স্বামীর খোঁজ পেতে যাচ্ছেন পাঠানকোট।
রবিবারই পাঠানকোট রওনা হচ্ছে বিএসএফ জওয়ানের পরিবার। পুর্নম কুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ বলেন, “চারদিন হয়ে গেল। উনি কী অবস্থায় আছেন, খাবারা দিচ্ছে কি না, তা জানিনা। শুধু বলছে ফ্ল্যাগ মিটিং হচ্ছে।”
সামনা সামনি থাকলে যদি কিছু খবর পাওয়া যায়, সেই আশাতেই পাঠানকোট যাচ্ছে সাউ পরিবার। শুক্রবার রাতে ব্যাটেলিয়ানের সিও জানিয়েছিলেন সেখানে যাওয়ার প্রয়োজন নেই। কথাবার্তা চলছে জওয়ানকে দেশে ফেরানোর ব্যাপারে। পরে আবার বলা হয় চাইলে ওখানে যেতে পারে পরিবার। আর শুধুমাত্র বৈঠকের কথায় আশ্বস্ত হতে পারছেন না তাঁরা।
পুর্নমের স্ত্রী বলেন, “দেশের সব স্তরে কথাবার্তা চলছে। তাই আমরা পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি কিছু খবর পাওয়া যায়। পরিবারের বেশ কয়েকজন সদস্য যাবে সেখানে। যদি ওখান থেকে কোনও সাহায্য না পাই, তাহলে দিল্লি যাব। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, স্যর কিছু করুন।”
বিএসএফ জওয়ানের স্ত্রী অন্তঃসত্ত্বা। তবে গর্ভে বেড়ে ওঠা সন্তানের থেকেও এখন স্বামীর চিন্তাতেই দিন কাটছে তাঁর। তাঁর একটাই কথা, দ্রুত তাঁকে দেশে ফেরানো হোক।
পুর্নম কুমার সাউয়ের মা দেবন্তী দেবী বলেন, “ছেলে সুস্থ ভাবে ফিরে আসুক, এটাই চাই। অনেকগুলো দিন হয়ে গেল, ছেলের সঙ্গে কথা বলতে পারিনি।”
