
হুগলি: তিনি কৃতিত্ব নিতে আসেননি। বরং এসেছেন কর্তব্য পালন করতে। শনিবার পূর্ণমের সঙ্গে দেখা করতে গিয়ে এমনটাই বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। শুক্রবার ঘরে ফিরেছেন পাকিস্তানে আটক থাকা বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। ঘরের ছেলে ঘরে ফিরতেই উৎসব মুখর হয়েছে গোটা পাড়া। পূর্ণম ঘর-ওয়াপসিতে খুশির আবহে প্রায় গোটা বাংলা জুড়েই।
এবার সেই খুশির আবহে গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যা নাগাদ পূর্ণমের রিষড়ার বাড়িতে পৌঁছে যান কল্যাণ। নিজের হাতেই মিষ্টি খাওয়ান তাঁকে। পাল্টা সাংসদকেও মিষ্টিমুখ করাতে দেখা যায় পূর্ণমকে। পাকিস্তানে কোনও রকম নির্যাতনের শিকার পূর্ণম হয়েছেন কিনা সেই নিয়েও প্রশ্ন করেন তৃণমূল সাংসদ।
অবশ্য, সেই অতীতকে ভুলে পূর্ণম কিন্তু সামনে এগিয়ে চলার বার্তাই দেন। সাংসদকে তিনি জানান, ‘যা হওয়ার ছিল তা হয়েছে। ভগবানের আর্শিবাদে ঘরে ফিরেছি, এটাই কাম্য।’ এদিন পূর্ণমের সঙ্গে দেখা করার পর সাংসদ বলেন, ‘আমার সবচেয়ে ভাল লাগল, সবাই বলছে, ভাইয়া মেরা ওয়াপাস আয়া। শুনে খুব ভাল লাগল।’
পূর্ণম ঘরে ফেরার পর থেকেই তৃণমূল হোক বা বিজেপি। দফায় দফায় দুই দলের নেতাদের মধ্যেই বিএসএফ জওয়ানকে নিয়ে একটা ‘কাড়াকাড়ি’ পরিস্থিতি দেখা যায়। তবে তৃণমূল যে কৃতিত্ব টানতে আসে না শনির সন্ধ্যায় তা সাফ জানিয়েছেন কল্যাণ। তাঁর কথায়, ‘কেউ কেউ কৃতিত্ব টানতে আসছে ঠিকই। কিন্তু আমরা কৃতিত্ব নয়, বরং কর্তব্য পালন করতে এসেছি। প্রথম দিন থেকে ছিলাম। এখনও আছি।’