Chandannagar: একসঙ্গে এতগুলো! চন্দননগরে বসে ছেলেগুলো যা করছিল জানলে অবাক হবেন
Hooghly: পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,প্রায় আট মাস আগে যমপুকুরের একটি ঘর ভাড়া নিয়েছিল বছর পয়তাল্লিশের কীর্তন ননিয়া। সঙ্গে ছিল বছর ছাব্বিশের শুভম ননিয়া এবং বছর তেইশর রোহিত কুমার ননিয়া।

চন্দননগর: আট মাস আগে চন্দননগরে বাসা ভাড়া নিয়েছিল পশ্চিম বর্ধমানের জামুরিয়ার তিন বাসিন্দা। মধ্যরাতে পুলিশ এসে হাজির। তারপরই জানা গেল বাড়ি ভাড়া নেওয়া ব্যক্তিদের পরিচয়। আর তা জানতে পেরেই দ্রুত তুলে নিয়ে গেল পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে যা উদ্ধার হল জানলে চোখ উঠবে কপালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় আট মাস আগে যমপুকুরের একটি ঘর ভাড়া নিয়েছিল বছর পয়তাল্লিশের কীর্তন ননিয়া। সঙ্গে ছিল বছর ছাব্বিশের শুভম ননিয়া এবং বছর তেইশর রোহিত কুমার ননিয়া। মাস দু’য়েক ভাড়া থাকার পরে তারা ঘরে তালা দিয়ে চলে যায়। গত ১৬ মে ফের ওই বাড়িতে থাকতে আসেন তাঁরা। দু’দিন পরেই পুলিশ সেখানে পৌঁছে তিন জনকে গ্রেফতার করে মোবাইল চুরির অভিযোগে। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই আসানসোলের জামুরিয়া থানা এলাকার বাসিন্দা। সোমবার তাদের চন্দননগর আদালতে তোলা হলে আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
পুলিশের অনুমান,ধৃতরা মোবাইল চুরির কোনও বড় চক্রের সঙ্গে জড়িত। অভিযুক্তদের কাছ থেকেপাওয়া মোবাইল কাদের তার খোঁজ চালাচ্ছে পুলিশ। জানা গেছে একটি ফোন শ্রীরামপুর থেকে চুরি হয়েছিল। একসঙ্গে মোট ৭০টি মোবাইল উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে বলে খবর।

