Chandannagar Trekker Missing: খরস্রোতা নদীর পাড়ে উদ্ধারকারীদের দেখে হাত নাড়ছিলেন, অবশেষে খোঁজ মিলল রাজীবের
Chandannagar Trekker Missing: জানা গিয়েছে, পাহাড়ি খরস্রোতা নদীর পাড়ে বড়-বড় পাথরের মাঝে দাঁড়িয়ে হাত নেড়ে উদ্ধারকারীদের কাছে সাহায্য় চান রাজীব। সেই ছবি তুলে পাঠিয়েছে উত্তরাখণ্ডের উদ্ধারকারী দল। শেষ পাওয়া খবর অনুযায়ী রাজীব বিশ্বাসকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

হুগলি: স্বস্তির নিঃশ্বাস বিশ্বাস পরিবারে। তিনদিন ধরে উৎকণ্ঠায় থাকার পর অবশেষে ধড়ে প্রাণ ফিরে পেলেন তারা। কারণ তিনদিন নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ পাওয়া গিয়েছে রাজীব বিশ্বাসের। মদমহেশ্বরে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। তারপর থেকে ফোন সুইচ অফ। জানা গিয়েছে, মদমহেশ্বর থেকে রাশি নামার সময় শর্টকার্ট রুট নিতে গিয়েই হারিয়ে যান তিনি।
জানা গিয়েছে, পাহাড়ি খরস্রোতা নদীর পাড়ে বড়-বড় পাথরের মাঝে দাঁড়িয়ে হাত নেড়ে উদ্ধারকারীদের কাছে সাহায্য় চান রাজীব। সেই ছবি তুলে পাঠিয়েছে উত্তরাখণ্ডের উদ্ধারকারী দল। শেষ পাওয়া খবর অনুযায়ী রাজীব বিশ্বাসকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। উখিমঠ থানায় গিয়ে পৌঁছেছেন ওই অভিযাত্রীর ভাগ্নে। তবে এখনও অবধি পরিবারের সঙ্গে রাজীব বিশ্বাসের কোনও কথা হয়নি। তাই কীভাবে নিখোঁজ হলেন-তারপর কী করলেন, তিনদিনই বা কীভাবে কাটালেন সব উত্তরই অধরা।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর ১১ জনের একটি ট্রেকিং দল হাওড়া থেকে উপাসনা এক্সপ্রেস ধরে উত্তরাখণ্ড রওনা দেয়। সেই দলের মধ্যে ছিলেন চন্দননগর সুভাষ পল্লীর রাজীব বিশ্বাসও (৫৩)। তাঁদের গন্তব্য ছিল মদমহেশ্বর। গত ২৬ সেপ্টেম্বর রাশি থেকে ট্রেক শুরু করে মদমহেশ্বরের উদ্দেশ্যে রওনা দেন। তবে সহ যাত্রীর পায়ে ব্যথার জন্য তাঁর সঙ্গেই থেকে যান রাজীববাবু। বাকিরা বেস ক্যাম্পে ফিরে যান। পরের দিন নীচে নামার জন্য নতুন রুট ধরেন তিনি। তাঁর সঙ্গে থাকা বাকি অভিযাত্রীরা জানিয়েছেন,ওই রাস্তা দিয়ে শর্টকাটে নীচে নামা যায়। তবে সেই শর্টকাট রুট বাছতে গিয়েই নিখোঁজ হয়ে যান তিনি।
