Chinsura: শহরের রাস্তা ঢাকছে নোংরা আবর্জনায়, কাজ বন্ধ করে দিয়েছেন পুরসভার অস্থায়ী কর্মীরা
Chinsura: হুগলি জেলা সদর শহর চুঁচুড়ার অলিগলি বড় রাস্তা। যেখানে যাওয়া যায় নজরে আসছে আবর্জনার স্তুপ। গোটা শহরটাই যেন পরিণত হয়েছে আস্তাকুঁড়ে। রাস্তা দিয়ে হাঁটতে নাক চাপা দিতে হচ্ছে। মাছি মশার আঁতুড়ঘর হয়েছে শহর।
চুঁচুড়া: হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন। বকেয়া বেতন যদি না পান তাহলে কাজ বন্ধ করে দেবেন। সেই মতো কর্মবিরতি পালন করছেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীরা। এ দিকে, কাজ না করায় শহর ভরছে জঞ্জালে। শহর ভরছে জঞ্জালে। কবে সমাধান হবে কারও কাছে নেই কোনও উত্তর।
হুগলি জেলা সদর শহর চুঁচুড়ার অলিগলি বড় রাস্তা। যেখানে যাওয়া যায় নজরে আসছে আবর্জনার স্তুপ। গোটা শহরটাই যেন পরিণত হয়েছে আস্তাকুঁড়ে। রাস্তা দিয়ে হাঁটতে নাক চাপা দিতে হচ্ছে। মাছি মশার আঁতুড়ঘর হয়েছে শহর। গত পনেরো দিন ধরে জঞ্জাল পরিষ্কার করছে না পুরসভার সাফাই কর্মীরা। পুরসভার প্রায় আড়াই হাজার অস্থায়ী কর্মী কাজ বন্ধ করেছেন। অক্টোবর নভেম্বর মাসের বেতন পায়নি কর্মীরা। কবে বেতন হবে বলতে পারছে না পুরোসভা। সদর মহকুমা শাসকের সঙ্গে একাধিকবার বৈঠকেও মেলেনি সমাধান। তাই মিছিল আন্দোলনের পথেই অস্থায়ী কর্মীরা।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, দু’মাস বেতন হয়নি। ডিসেম্বর মাঝামাঝি হয়ে গেল। বেতন নেই তাই কাজ নেই। যদিও, পুরসভার চেয়ারম্যান অমিত রায় বলছেন, “শহরের অবস্থা ভাল। নির্মল বন্ধুরা পরিচ্ছনতার কাজ করছে।”