Chinsurah: চুঁচুড়ায় নাবালিকাকে দোকানে ঢুকিয়ে ‘শ্লীলতাহানি’, লজ্জায় হাতের শিরা কাটার চেষ্টা মেয়েটির, গ্রেফতার দোকানদার
Chinsurah:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই নাবালিকা সোমরা বাজার এলাকার একটি মুদির দোকানে পাখির খাবার আনতে যায় মেয়েটি। ওই সময় দোকানে আর কোনও ক্রেতা ছিল না বলে খবর। অভিযোগ, মুদির দোকানদার ভিতরে ডেকে নিয়ে যান নাবালিকাকে।

চুঁচুড়া: পাখির খাবার কিনতে গিয়েছিল দোকানে। অভিযোগ, তখনই নাবালিকাকে শ্লীলতাহানী করার অভিযোগ ওঠে দোকানদারের বিরুদ্ধে। পরে বাড়িতে ফিরে আত্মহত্যার চেষ্টা নাবালিকার। বিষয়টি জানাজানি হতেই লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। গ্রেফতার অভিযুক্ত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ওই নাবালিকা সোমরা বাজার এলাকার একটি মুদির দোকানে পাখির খাবার আনতে যায় মেয়েটি। ওই সময় দোকানে আর কোনও ক্রেতা ছিল না বলে খবর। অভিযোগ, মুদির দোকানদার ভিতরে ডেকে নিয়ে যান নাবালিকাকে। খারাপ স্পর্শ করেন বলে অভিযোগ। নাবালিকা চিৎকার চেঁচামেচি করায় তাকে ছেড়ে দেয়। নির্যাতিতার দিদি বলেন, “ওর পাখি আছে। আর আমার জ্বর বলে টুকটাক খাবার আনতে গিয়েছিল। বাড়ি এসেই দেখি ছুরি দিয়ে হাট কাটতে যায়। তারপর মা আটকায়। এরপর অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতেই ও বলে দোকানদার খারাপ ভাবে টাচ করেছে। অভিযুক্ত গ্রেফতার হয়েছে।”
নির্যাতিতার পরিবারের দাবি, সেখান থেকে নাবালিকা বাড়িতে গিয়ে ছুরি দিয়ে নিজের হাতের শিরা কাটতে যায়। তবে নাবালিকার মা তাকে বিরত করেন। মায়ের সামনে কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে যায় মেয়েটি বলে দাবি। জ্ঞান ফিরলে নাবালিকা ঘটনার কথা তার মা ও দিদিকে জানায়। ঘটনা জানাজানি হতেই এলাকার লোক দোকান ঘিরে ফেলে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় বলাগর থানার পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আগামিকাল অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করা হবে।





