AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hooghly: মুগুর হাতে গ্রামজুড়ে মদ্যপের দাপাদাপি, হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো গেল বৃদ্ধাকে

Hooghly: স্থানীয় বাসিন্দারা বলছেন, সমর নামে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে এর আগেও গ্রামে গ্রামে অনেকের সঙ্গে ঝামেলা করেছে। সব সময়ই মদ খেয়ে থাকে। কিন্তু, তাই বলে যে এত বড় কাণ্ড করে ফেলবে তা ভাবতে পারেননি কেউ।

Hooghly: মুগুর হাতে গ্রামজুড়ে মদ্যপের দাপাদাপি, হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো গেল বৃদ্ধাকে
ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jun 14, 2025 | 7:49 PM
Share

বলাগড়: মদ্যপের উৎপাত ছাড়াল সব সীমা। মুগুর মেরে খুন বছর ষাটের বৃদ্ধাকে। মৃতার নাম বাদলি মান্ডি। চাঞ্চল্যকর ঘটনা বলাগড় খামারগাছি কাদামঘুটু গ্রামে। অভিযুক্ত প্রতিবেশীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ইতিমধ্যেই এ ঘটনার তল্লাশি শুরু করেছে বলাগড় থানার পুলশ। গ্রামজুড়ে চাপানউতোর। স্থানীয় বাসিন্দারা বলছেন, সমর নামে যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে এর আগেও গ্রামে গ্রামে অনেকের সঙ্গে ঝামেলা করেছে। সব সময়ই মদ খেয়ে থাকে। কিন্তু, তাই বলে যে এত বড় কাণ্ড করে ফেলবে তা ভাবতে পারেননি কেউ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা। 

স্থানীয় বাসিন্দারা বলছেন, এদিন দুপুরে বাদলির সঙ্গে আচমকা বচসা শুরু হয়ে যায় সমরের। ঝামেলার মধ্যেই মুগুর দিয়ে লাগাতর মারতে থাকে। চিৎকার-চেঁচামেঁচি শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরাই রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে নিয়ে দ্রুত জিরাট আহমেদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, শেষ রক্ষা হয়নি। সেখানেই মৃত্যু হয় তাঁর। 

অন্যদিকে ততক্ষণে অভিযুক্তকে ধরে ফেলে গ্রামের অন্যান্য বাসিন্দারা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বলাগড় থানার পুলিশ গ্রামে পৌঁছায়। আসেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, আইসি মগড়া সৌমেন বিশ্বাস। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ঘটনার পর থেকেই এলাকার পরিস্থিতি থমথমে। বসেছে পুলিশ পিকেট।