SIR শুনানিতে গিয়ে মাথা ফাটল বৃদ্ধের, তড়িঘড়ি মাইকিং করে বড় ঘোষণা প্রশাসনের
SIR in Bengal: সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখার পর তৎপর হয় প্রশাসন। শুরু হয়ে যায় মাইকিং। তাতেই জানানো হয় যারা অসুস্থ তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে। তার জন্য আগে থেকে জানাতে হবে। এদিকে বিডিও সীমা চন্দ্র যদিও বলছেন, কমিশনের নির্দেশ মেনেই যাবতীয় শুনানি হচ্ছে। অসুস্থদের বাড়িতে গিয়েও শুনানি হচ্ছে।

তারকেশ্বর: শুনানিতে হাজিরা দিতে এসে মাথাটাই ফেটে গেল ৭২ বছরের বৃদ্ধের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তারকেশ্বেরের বিডিও অফিসের শুনানি কেন্দ্রে। তারকেশ্বর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভরত চন্দ্র সামন্ত ও তাঁর স্ত্রী চিত্র লেখা সামন্তর কাছে যায় শুনানির নোটিশ। এদিনই ছিল হাজিরার দিন। টোটো ভাড়া করে হাজিরা দিতে যান অসুস্থ বৃদ্ধ দম্পতি। কিন্তু বিডিও অফিসের সামনে ঘটে যায় বিপত্তি। টোটো থেকে নামতে গিয়ে পড়ে যান ভরত চন্দ্র সামন্ত। প্রত্যক্ষদর্শীরা বলছেন তখনই মাথা ফেটে যায় তাঁর। রক্তে ভেসে যায় রাস্তা। চাপানউতোর শুরু হয়ে যায় শুনানি কেন্দ্রে আসা অন্যদের মধ্যে।
শুনানি কেন্দ্রে আসা কিছু মানুষই তাঁকে উদ্ধার করে সামনেই একটি চিকিৎসকের নিয়ে যান। পরে পুলিশ ও বিডিওর সহযোগিতায় তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে অসুস্থ-বয়স্কদের শুনানির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। কিন্তু কেন তারপরেও এই সমস্ত মানুষের হয়রানি ঠেকানো যাচ্ছে না, কেন বদলাচ্ছে না তারকেশ্বরের ছবি সেই প্রশ্ন তুলছেন অনেকেই। এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল।
অন্যদিকে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের দেখার পর তৎপর হয় প্রশাসন। শুরু হয়ে যায় মাইকিং। তাতেই জানানো হয় যারা অসুস্থ তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে। তার জন্য আগে থেকে জানাতে হবে। এদিকে বিডিও সীমা চন্দ্র যদিও বলছেন, কমিশনের নির্দেশ মেনেই যাবতীয় শুনানি হচ্ছে। বিএলও-রা যাঁদের তথ্য দিচ্ছেন তাঁদেরই বাড়ি গিয়ে শুনানি হচ্ছে। ৮৫ বছরের কম হলেও যাঁরা অসুস্থা তাঁরা খবর দিলেই তাঁদের বাড়িতে গিয়ে শুনানি করা হচ্ছে। এই বৃদ্ধ এখানে এসে অসুস্থ হয়ে গিয়েছিলেন। আমরা ওনার এখানেই প্রাথমিক চিকিৎসা করিয়ে হাসপাতালে পাঠিয়েছি। অফিসের গাড়িতেই ওনাকে পাঠানো হয়েছে। লোকাল কাউন্সিলরও গিয়েছেন।
