Hooghly: পরীক্ষা দিতে গিয়েছিল, আচমকাই চতুর্থ শ্রেণির ছাত্রকে ‘ঘাড় ধাক্কা’

Hooghly: স্কুলের তরফ থেকে বলা হয় স্কুলের ফিজ় বাকি থাকার কারণে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এমনকি তাকে 'ঘাড় ধাক্কা' দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ।

Hooghly: পরীক্ষা দিতে গিয়েছিল, আচমকাই চতুর্থ শ্রেণির ছাত্রকে 'ঘাড় ধাক্কা'
হুগলি স্কুলে ভয়ঙ্কর অভিযোগ Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2023 | 2:39 PM

হুগলি:  ‘ফিজ়’ দিতে না পারায় পরীক্ষা দিতে এসে ‘ঘাড় ধাক্কা’ খেল চতুর্থ শ্রেণির এক ছাত্র।  অভিযোগ ঘিরে শোরগোল এলাকায়।  ঘটনাটি ঘটেছে তারকেশ্বর পৌরসভার ৯ নং ওয়ার্ডের শরৎপল্লি এলাকার একটি বেসরকারি স্কুলে। জানা গিয়েছে, ওই  স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। ইংরেজি, বাংলা পরীক্ষার পর মঙ্গলবার ছিল ভূগোলের পরীক্ষা।সকাল সাড়ে ন’টা নাগাদ স্কুলে পরীক্ষা দিতে আসে চতুর্থ শ্রেণির ছাত্র। পরিবারের দাবি, স্কুলের তরফ থেকে বলা হয় স্কুলের ফিজ় বাকি থাকার কারণে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এমনকি তাকে ‘ঘাড় ধাক্কা’ দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়ে স্কুলে যান তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু- সহ পৌর প্রতিনিধিরা।

যদিও স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, স্কুলের নিয়ম অনুযায়ী ফিজ় চাওয়া হয়েছে। তবে ঘাড় ধাক্কার অভিযোগ স্কুলের তরফে অস্বীকার করা হয়েছে। স্কুলের দাবি, অভিভাবকদের ডাকা হয়েছিল মাত্র। ছাত্র যাতে পরীক্ষা দিতে পারে, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ড বলেন, “খবর পেয়ে স্কুলে গিয়েছিলাম। ছাত্রটি যাতে পরীক্ষা দিতে পারে, তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীকালে এই ধরণের ঘটনা না ঘটে, সেদিকে নজর রাখা হবে।”