Hooghly: ঠাকুর দেখতে বেরিয়ে নিঃস্ব হয়ে গেল কোন্নগরের মজুমদার পরিবার

Hooghly: গৃহস্থ বিমান মজুমদারের বাড়িতে জানালার গ্রিল ভেঙে ঢুকে আলমারির লকার ভেঙে চোর। চুরি করে নিয়ে যায়, লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা। পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায় দুজন যুবক গৃহস্থের বাড়িতে ঢুকছেন।

Hooghly: ঠাকুর দেখতে বেরিয়ে নিঃস্ব হয়ে গেল কোন্নগরের মজুমদার পরিবার
কোন্নগরে বাড়িতে চুরিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2024 | 3:29 PM

হুগলি: ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে মাথায় হাত গৃহস্থের! বাড়িতে লুঠ গিয়েছে সোনার গয়না-সহ টাকা পয়সা। কোন্নগর ১৯ নম্বর ওয়ার্ডে চক্রশ্রী এলাকায় দশমীর রাতে চুরির ঘটনায় চাঞ্চল্য।

গৃহস্থ বিমান মজুমদারের বাড়িতে জানালার গ্রিল ভেঙে ঢুকে আলমারির লকার ভেঙে চোর। চুরি করে নিয়ে যায়, লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা। পাশের বাড়ির সিসি ক্যামেরায় দেখা যায় দুজন যুবক গৃহস্থের বাড়িতে ঢুকছেন। সিসি ক্যামেরায় নজরদারি থাকা সত্ত্বেও চোরের কিছু যায় আসে না। ভাবাচ্ছে এলাকার বাসিন্দাদের।

গৃহস্থ বিমান মজুমদার ও স্থানীয় বাসিন্দা অপু ঘোষ বলেন, “ইদানিং কোন্নগর অঞ্চলে চুরি ছিনতাই বেড়েছে। বাড়ি ফাঁকা রাখা যায় না। সামাজিক কাজ বেরে গিয়েছে। পুলিশ নির্বিকার।”

পুজোর আগে চন্দননগর পুলিশের পক্ষ থেকে পিঙ্ক মোবাইল,  গ্রিন উইনার্স টিম চালু করা হয়েছিল এলাকার নিরাপত্তা ও নজরদারিতে। তাও কেন চুরি প্রশ্ন বাসিন্দাদের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।