School: স্কুলের বাইরে তৃণমূল, ভিতরে কংগ্রেস, ব্যাপারটা কী?

Hooghly: জানা যাচ্ছে, ওই স্কুলের ভিতরের মাঠে কংগ্রেসের কর্মী সম্মেলন চলছে। জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিত সেখানে। আবার স্কুলের বাইরের মাঠে তৃণমূল শ্রমিক সংগঠনের সম্মেলনের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দুই দলের পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা স্কুল চত্বর।

School: স্কুলের বাইরে তৃণমূল, ভিতরে কংগ্রেস, ব্যাপারটা কী?
স্কুলে কী হচ্ছে?Image Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2025 | 6:56 PM

হুগলি: স্কুল একটা। তার বাইরে তৃণমূল। ভিতরে কংগ্রেস। ভাবছেন তো বিষয়টি কী? আসলে হুগলির দাদপুরের মহেশ্বরপুরে দুই দলেরই রয়েছে সম্মেলন। ফলে স্কুলের ভিতরে সভা করছে কংগ্রেস। বাইরে বসেছে তৃণমূল। ঘটনায় রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে।

জানা যাচ্ছে, ওই স্কুলের ভিতরের মাঠে কংগ্রেসের কর্মী সম্মেলন চলছে। জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিত সেখানে। আবার স্কুলের বাইরের মাঠে তৃণমূল শ্রমিক সংগঠনের সম্মেলনের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। দুই দলের পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা স্কুল চত্বর। সভা শুরু হয় দুপুরে। উপস্থিত রয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলা সভাপতি মনোজ চক্রবর্তী, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র সহ তৃণমূল নেতৃত্ব।

এ দিকে, সভা শুরুর আগেই চালু মাইক। যার জেরে ব্যাঘাত ঘটছে কংগ্রেসের সম্মেলনে। একই জায়গায় দুই দলের সম্মেলন পুলিশের অনুমতি নিয়েই হচ্ছে। কংগ্রেস কর্মী সফিউল ইসলাম বলেন, “আমরা ডিসেম্বরের শেষে এই স্কুলের কাছে মিটিং করতে চেয়ে অনুমতি নিয়েছিলাম। ওঁরা অনুমতি দিয়েও দেন। সেই মতো আয়োজন করেছিলেন। থানাতেও অনুমতি চেয়েছিলাম। আমরা জানতাম না তৃণমূলেরও এখানেও এখানে জনসভা আছে। এরপর থানা থেকে জানাল আমরা যেন অনুষ্ঠান ছোট করে দিই।”