
হুগলি: কয়েকদিনের আগেই কলকাতায় তিন রুটের মেট্রোর উদ্বোধন হয়ে গিয়েছে মহাসমারোহে। এসেছেলিনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। এসেছিলেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। সেখানেই তিনি বলেছিলেন তৃণমূলে কোনও সাংসদ নিজের এলাকার বা রাজ্যের জন্য রেলের বিষয়ে কোনও দাবি নাকি সংসদে রাখেনিন। এ নিয়ে নিয়ে চাপানউতোরের মধ্য়েই এবার কড়া জবাব দিতে দেখা গেল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা রেল মন্ত্রীর কাছে সঠিক তথ্য নেই। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সবটা দেখা উচিত।
গত বছরের শেষেই হুগলিতে মেট্রো রেলের জন্য আওয়াজ তুলেছিলেন রচনা। জেলাশাসকের সঙ্গে বৈঠকও করেছিলেন। সেই সময়েই বলেছিলেন, “মেট্রোটা যদি চুঁচুড়া ব্যান্ডেল পর্যন্ত আনতে পারি, মানুষের ভীষণ উপকার হয়। সেটা নিয়ে চিঠিপত্র চলছে। একটা বড় ব্যাপার। এটা কেন্দ্রের সাহায্য ছাড়া সম্ভব নয়। সেটা নিয়ে আওয়াজ তোলা হচ্ছে।” এছাড়াও রেলের একাধিক কাজ নিয়েও চিঠি দিয়েছিলেন রেলমন্ত্রীকে। এদিন পাল্টা চিঠি দেখিয়ে রচনা জানান রেল মন্ত্রী তাঁর চিঠির উত্তরও দিয়েছেন।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রচনা বলেন, “রেলমন্ত্রী আমাকে যে চিঠি দিয়েছেন তাতে উনি আমার নাম করে লিখেছেন তারা বিষয়গুলি দেখছেন। এটাই আমার কাছে সবথেকে বড় কথা, সবথেকে বড় পাওয়া। আমি অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মিটিং করে এই জিনিস ঠিক করার চেষ্টা করব। ভবিষ্যতে ধীরে ধীরে যাতে আমরা কাজ এগিয়ে নিয়ে যেতে পারে সেই চেষ্টা করব।” এরপরই রেল প্রতিমন্ত্রীকে একহাত নিয়ে বলেন, “রবনীত সিং বিট্টু কী করে বলতে পারেন কোনও সাংসদ সংসদে কোনও আওয়াজ তোলেনি? এটা ভুল। ভুল বার্তা এ ভাবেই চারদিকে ছড়ানোর চেষ্টা করা হয়। কালিমালিপ্ত করার চেষ্টা করা হয় আমাদের পার্টিকে। এর মধ্যে কোনও সততা নেই।”