Hooghly Thunder Stroke: পুজোতে বিষাদের সুর, বজ্রাঘাতে মৃত্যু হল যুবকের

Hooghly Electrocution: পোলবার রাজহাট পঞ্চায়েতের ছাতিমতলা এলাকায় সন্ধ্যায় সুমন তার পাঁচ বন্ধুর সঙ্গে বসে ছিলেন। বন্ধুরা চায়ের দোকানে বসে গল্প করছিলেন।

Hooghly Thunder Stroke: পুজোতে বিষাদের সুর, বজ্রাঘাতে মৃত্যু হল যুবকের
বজ্রপাতে মৃত্যু
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2022 | 1:38 PM

হুগলি: পুজোয় দুর্যোগের পূর্বাভাস ছিলই। সেই দুর্যোগই নিয়ে এল বিষাদের সুর। হুগলির পোলবায় বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সুমন নায়েক(২৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ষষ্ঠীর দিন দিনভর আকাশে ছিল ঝলমলে রোদ। সন্ধ্যা হতেই কালো মেঘে ঢেকে যায় হুগলি জেলার কিছু এলাকা। শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

পোলবার রাজহাট পঞ্চায়েতের ছাতিমতলা এলাকায় সন্ধ্যায় সুমন তার পাঁচ বন্ধুর সঙ্গে বসে ছিলেন। বন্ধুরা চায়ের দোকানে বসে গল্প করছিলেন। সুমন একটু দূরে খোলা আকাশের নীচে দাঁড়িয়েছিলেন। হঠাৎই জোরে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে বজ্রপাত। কিছু বুঝে ওঠার আগেই সুমন বজ্রাঘাতে আহত হন।

বন্ধুরাও প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। সুমনকে পড়ে যেতে দেখে, তাঁরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুজোর দিনে এই যুবকের মৃত্যুতে বোধনেই বিষাদের সুর বেজে ওঠে ছাতিমতলায়। পরিবারের এক সদস্য বলেন, “ভাল ছেলেটা গেল। কেউ কী ভাবতে পারে এমনটা হবে। ছেলের বাবা-মায়ের অবস্থাটা ভেবে দেখুন।”

এদিকে, সপ্তমীতেও সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদ, কাটোয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতে। ।ঘন কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে।