Hooghly: স্ত্রীর সঙ্গে অশান্তি, সন্তানকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড যুবকের
Hooghly: ২০১৭ সালের ১৭ মার্চ ঘটনাটি ঘটে গোঘাটের কুমারগঞ্জ এলাকায়। পারিবারিক বিবাদের জেরে চার বছরের শিশুকেই খুন করে মন্টু। পরের দিন অর্থাৎ ১৮ মার্চ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী রাখি।

হুগলি: সাংসারিক অশান্তির জেরে নিজের চার বছরের শিশু পুত্রকে শ্বাসরোধ করে খুন করার অপরাধে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আরামবাগ আদালতের বিচারক কিষেণ আগরওয়াল। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা। আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তের নাম মন্টু পান।
২০১৭ সালের ১৭ মার্চ ঘটনাটি ঘটে গোঘাটের কুমারগঞ্জ এলাকায়। পারিবারিক বিবাদের জেরে চার বছরের শিশুকেই খুন করে মন্টু। পরের দিন অর্থাৎ ১৮ মার্চ স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী রাখি। গোঘাট থানায় ৩০২ নম্বর ধারায় অভিযোগ দায়ের হয়। এরপর থেকে মামলা চলে। গত ২৭ মার্চে আদালত মন্টু পান কে দোষী সাব্যস্ত করে।
রাখির আইনজীবী বিকাশ রায় বলেন, এই মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তবে আসামী পক্ষের আইনজীবী সংগ্রাম সরকার জানিয়েছে, ১৪ বছরের কারাদণ্ড হয়েছে। আমরণ কথাটি নির্দেশনামায় উল্লেখ নেই। তবে ইতিমধ্যেই যতদিন মন্টু সংশোধনাগারে ছিল, সেই দিন গুলি বাদ দেওয়া হবে। এই মামলায় পুরোপুরি ভুল বোঝানো হয়েছে বলে দাবি আসামী পক্ষের আইনজীবীর। উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন তিনি।





