Arambag Chaos: লাঠি-বাঁশ নিয়ে বেধড়ক মার পরাজিত নির্দল প্রার্থীকে, কাঠগড়ায় তৃণমূল নেতা
আরামবাগে মারধর (নিজস্ব ছবি)

Arambag Chaos: লাঠি-বাঁশ নিয়ে বেধড়ক মার পরাজিত নির্দল প্রার্থীকে, কাঠগড়ায় তৃণমূল নেতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 30, 2022 | 10:26 PM

Arambag: আহত নির্দল প্রার্থীর নাম আজিজুল হোসেন। আহত অপর দু'জন হলেন বাবর আলি ও আলম বাদশা।

আরামবাগ: পুরভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে দাঁড়িয়েছিলেন নির্দলে। তবে জেতেননি। নির্দল প্রার্থী পরাজিত হওয়ায় এবার সরাসরি তার বালি খাদানের উপর নজর পড়ল শাসকদলের। বেধড়ক মারধর করা হয়েছে ওই নির্দল প্রার্থী সহ আরও দু’জনকে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের তীর শাসকদলের দিকে। সরাসরি অভিযোগ ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভাণ্ডারী দিকে। যদিও এই নিয়ে তিনি মুখে কুলুপ এঁটেছেন।

আহত নির্দল প্রার্থীর নাম আজিজুল হোসেন। আহত অপর দু’জন হলেন বাবর আলি ও আলম বাদশা। তাঁদের প্রত্যেকেই রক্তাক্ত অবস্থায় আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরামবাগ পুরসভার ১৬ নং ওয়ার্ডের চাঁদুর এলাকার। এই ওয়ার্ড থেকেই বর্তমান চেয়ারম্যান সমীর ভাণ্ডারী নির্দল প্রার্থী আজিজুল হোসেনকে পরাজিত করেছিলেন। আর এই ঘটনায় তাঁরই অনুগামীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন আক্রান্ত নির্দল নেতা।

উল্লেখ্য, কয়েকদিন আগেই আজিজুলের পুকুরে বিষ দিয়ে বহু মাছ মেরে দেওয়া হয়েছিল। সেখানেও সমীরের অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ তোলেন তিনি। এবারে ফের আক্রান্ত হলেন আজিজুল ও তার অনুগামীরা। এদিন আজিজুল তাঁর শেয়ারে কেনা নিজস্ব বালি খাদে গিয়েছিলেন। তখনই তাঁকে আক্রমণ করা হয়। হঠাৎ করেই তাঁকে ব্যাপক মারধর করতে থাকে অভিযুক্তরা। আজিজুলের অভিযোগ, ‘বালি খাদান ওরা দখল করতে চাইছে। বীরভুমের বগটুই গ্রামের ঘটনার পূণরাবৃত্তি করতে চাইছে এই আরামবাগে শাসক দলের লোকজন।এভাবেই আমাকে ও আমার দুই কর্মীকে বেধড়ক মারল ওরা। আমিও তৃণমূলের কর্মী ছিলাম। আমিও পুর বোর্ডে ছিলাম। কিন্তু সমীরকে ২ নং ওয়ার্ড থেকে তুলে নিয়ে এসে এই ১৬ নং ওয়ার্ডে প্রার্থী করা হয়। আমি তার প্রতিবাদ করে নির্দল প্রার্থী হই। নির্বাচন সুষ্ঠু ভাবে করি। আমি হেরে যাই। কিন্তু তার পর থেকেই আমাকে বিভিন্ন ভাবে আক্রমণ করা হচ্ছে। অথচ সমীর ভাণ্ডারী বলছেন এলাকায় শান্তি বজায় রাখুন। এই তার নমুনা।আমি এর বিচার চাই। যদিও এই বিষয়ে সমীর ভাণ্ডারী কোনও মন্তব্য মেলেনি।’

আরও পড়ুন: Panihati Women Harassment: কন্যা সন্তানের জন্ম দেওয়াই হল ‘অপরাধ’, মহিলাকে ফিনাইল খাইয়ে দিল শ্বশুরবাড়ির লোকজন

Published on: Mar 30, 2022 04:27 PM