AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee: পা থেকে মাথা অবধি গেরুয়ায় মুড়ে কল্যাণ বললেন, ‘জয় শ্রীরাম’

Kalyan Banerjee: আজ চাঁপদানীতে রামনবমীর শোভাযাত্রা দেখতে হাজির হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় তাঁকে। হনুমান মন্দিরে আরতি করেন।

Kalyan Banerjee: পা থেকে মাথা অবধি গেরুয়ায় মুড়ে কল্যাণ বললেন, 'জয় শ্রীরাম'
গেরুয়া বসনে কল্যাণImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 09, 2025 | 8:32 PM
Share

শ্রীরামপুর: মঙ্গলবার তৃণমূলের তিন সাংসদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দলকে কার্যত অস্বস্তিতে ফেলেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর বুধবার দেখা গেল আপাদমস্তক গেরুয়া বসন পরিধান করেছেন তৃণমূল সাংসদ। গেরুয়া পাঞ্জাবি,গেরুয়া পাগড়ি,গেরুয়া উত্তরীয়তে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

আজ চাঁপদানীতে রামনবমীর শোভাযাত্রা দেখতে হাজির হন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শোভাযাত্রায় অংশ নিতে দেখা যায় তাঁকে। হনুমান মন্দিরে আরতি করেন। সেখানেই রামনবমী উপলক্ষে লাড্ডু বিলি করেন তিনি। জয় শ্রীরাম ধ্বনিও দেন তিনি। এর আগে ৬ই এপ্রিল চাঁপদানীতেই এসে রামনবমী পালন করেছিলেন সাংসদ।

বস্তুত, গতকাল তৃণমূলের অন্দরের গৃহযুদ্ধ চলে আসে প্রকাশ্যে। যার জেরে অস্বস্তি তৈরি হয় দলের অন্দরে। সাংবাদিক বৈঠকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক মহিলা সাংসদের সঙ্গে অশান্তির কথা বলেন। সেই কথা বলতে গিয়ে বিঁধে বসেন দলেরই প্রবীণ সাংসদ সৌগত রায়কে। উল্লেখ করেন নারদা কেসেরও। সরাসরি বললেন, “সৌগত রায়ের নারদা কেসের জন্যই তো দলের ভাবমূর্তি অনেক নষ্ট হয়েছে।” পাল্টা কল্যাণের ‘রুচিবোধ’ নিয়েও প্রশ্ন তুলেছিলেন সাংসদ সৌগত রায়।