Hooghly: মাত্র ২০ মিনিট ফাঁকা ছিল বাড়ি, তার মধ্যেই এই কাণ্ড, স্ত্রী বেরিয়ে যাওয়ার পরই…
Hooghly: দরজা খুলতে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ঠেলতে থাকেন, তবুও খোলে না। কিছু বুঝতে না পেরে প্রতিবেশী রতন দা-কে ডাকেন তিনি।

হুগলি: রেইকি করে চুরি! কে কখন বাড়িতে থাকে, কে কখন বেরোয়, সব দেখেশুনে তবেই এল চোর! কাজ হাসিল করে কেউ বাড়ি ফেরার আগেই পগারপার। চোরের সময়জ্ঞান অবাক করার মত। মাত্র ২০ মিনিটেই সব কাজ সেরে ফেলল দুষ্কৃতী। এমনই ঘটনা ঘটে গেল হুগলির কোন্নগরে।
কোন্নগরের ১৯ নম্বর ওয়ার্ডের চক্রশ্রী ক্লাব এলাকার ঘটনা। শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ছিলেন না বাসিন্দা শ্যামল দে সরকার। তাঁর স্ত্রী সুমিতা দেবী ছেলেকে টিউশন পড়াতে নিয়ে যান বাড়ির দরজায় তালা দিয়ে। সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ তিনি বাড়ি থেকে বের হন, ৭টা ৪০ মিনিটে বাড়ি ফিরে নিজের কাছে থাকা চাবি দিয়ে বাইরের তালা খোলেন শ্যামল দে সরকার।
দরজা খুলতে গিয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ঠেলতে থাকেন, তবুও খোলে না। কিছু বুঝতে না পেরে প্রতিবেশী রতন দা-কে ডাকেন তিনি। রতন দা শাবল নিয়ে গিয়ে দরজা ভেঙে ফেলেন। ঘরে ঢুকে শ্যামল বাবুর চোখ কপালে। দেখেন আলমারি খোলা, জামা কাপড় ছড়ানো। লকারের ড্রয়ার উধাও।
লকারে ভরি পাঁচেক সোনার গয়না ছিল বলে জানা গিয়েছে। সে সব নিয়ে গিয়েছে চোর! দে সরকার দম্পতির অভিযোগ, কোন্নগর ফাঁড়ির পুলিশ নিষ্ক্রিয় থাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটছে ভর সন্ধ্যায়। তাঁদের প্রতিবেশীর বাড়িতে গত বছর অক্টোবর মাসে পুজোর সময় একইরকম ভাবে চুরি হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁদের অভিযোগ, পাড়ায় মদ-জুয়ার আড্ডা চলে। পুলিশ সব জেনেও চুপ করে থাকে।
প্রতিবেশীরাও জানান এই ধরনের ঘটনায় তারা আতঙ্কিত। সন্ধ্যায় বাড়িতে তালা দিয়ে আধ ঘন্টার জন্যও কোথাও যাওয়া যাবে না? এমন পরিস্থিতি অভিপ্রেত নয় তাঁদের কাছে। পুলিশ খবর পেয়ে গেলেও প্রথমে ঢুকতে দেননি শ্যামল বাবু। পরে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
