Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Eid: খুশির ইদে সম্প্রীতির ছবি! তীব্র দাবদহের হাত থেকে বাঁচতে তারকেশ্বরের পুণ্যার্থীদের হাতে শরবত তুলে দিলেন মুসলিম যুবকেরা

Eid: এদিন সকাল থেকেই তারকেশ্বর-আরমবাগ চত্ত্বরে মুসলিম মহল্লাগুলিতে নামাজের তোড়জোড় শুরু হয়ে যায় পুরোদমে। নামাজ শেষে তারকেশ্বরের বাগবাড়ি এলাকার একদল মুসলিম যুবক দাবদাহের মধ্যে আগত পুণ্যার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

Eid: খুশির ইদে সম্প্রীতির ছবি! তীব্র দাবদহের হাত থেকে বাঁচতে তারকেশ্বরের পুণ্যার্থীদের হাতে শরবত তুলে দিলেন মুসলিম যুবকেরা
তারকেশ্বরে সম্প্রীতির ছবি Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2025 | 1:55 PM

তারকেশ্বর: একদিকে যেমন খুশির ইদ, অন্যদিকে চলছে চৈত্রের গাজন উৎসব। গাজনের জন্য গোটা চৈত্র মাসজুড়েই তারকেশ্বর মন্দিরে হাজার হাজার ভক্তের আনাগোনা লেগেই থাকে। চৈত্রের মাঝামাঝি থেকে ভিড়টা আরও বাড়তে থাকে। অন্যদিকে সোমবার হলে তো কথাই নেই, ভিড়ে ঠাসা থাকা মন্দির। দূর দূরান্ত থেকে শিবের মাথায় জল ঢালতে আসেন অগণিত ভক্তের দল। এদিনই সেই ছবির বিরাম নেই। রোদে-তাপে পুড়েই তারকেশ্বরের মন্দিরে নেমেছে পুণ্যার্থীদের ঢল। কিন্তু, ইদের দিনে ধরা পড়ল সম্প্রীতির ছবি। আগত পুণ্যার্থীদের পিপাসা দূর করতে এগিয়ে এলেন একদল মুসলিম যুবক। 

এদিন সকাল থেকেই তারকেশ্বর-আরমবাগ চত্ত্বরে মুসলিম মহল্লাগুলিতে নামাজের তোড়জোড় শুরু হয়ে যায় পুরোদমে। নামাজ শেষে তারকেশ্বরের বাগবাড়ি এলাকার একদল মুসলিম যুবক দাবদাহের মধ্যে আগত পুণ্যার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। এগিয়ে এলেন শরবত নিয়ে। 

ভ্যান, ম্যাটাডোরে করে অংখ্য পুণ্যার্থীকে এদিন সকাল থেকেই তারকেশ্বরে আসতে দেখা যায়। গাড়ি দাঁড় করিয়ে সকলের উদ্দেশ্যেই শরবত নিয়ে এগিয়ে গেলে মুসলিম যুবকের। প্রচন্ড গরমে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারকেশ্বরে আগত ভক্তরা। অন্যদিকে ইদের খুশির আবহে এই কাজ করতে পেরে খুশি মুসলিম যুবারাও।