20-rupee notes: রাস্তায় গড়াগড়ি খাচ্ছে প্রচুর ২০ টাকার নোট, জানুয়ারিতেই এপ্রিল ফুল তারকেশ্বরবাসী
Tarakeshwar: কিন্তু কে বা কারা, কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ নোট রাস্তায় ছড়িয়ে দিল তা এখনও স্পষ্ট নয়। নিছকই মজা করার জন্য, নাকি মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে, তা নিয়ে এলাকায় জল্পনা শুরু হয়েছে। চাপানউতোর ব্যবসায়ীদের মধ্যেও।

তারকেশ্বর: রাস্তায় গড়াগড়ি খাচ্ছে প্রচুর ২০ টাকার নোট! একঝলক দেখলে মনে হবে আসল, কিন্তু হাতে নিয়ে ভাল করে দেখলেই বেরিয়ে আসছে আসল সত্য। কিন্তু ততক্ষণে তা পকেটে ঢুকিয়ে ফেলেছেন অনেকেই। খবর চাউর হতেই আশপাশের এলাকা থেকে টাকা কুড়োতে ছুটে আসেন অনেকেই। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তারকেশ্বরের ভীমপুর এলাকায়। কিছুক্ষণের মধ্যেই টাকা কুড়োনোর জন্য একেবারে ধুম পড়ে যায়। কিন্তু নোটগুলি হাতে নেওয়ার পর দেখা যায়, তাতে ‘রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া’-র বদলে লেখা রয়েছে ‘মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া’। আসলেই সেগুলি নকল নোট, অনেকে আবার বললেন খেলনা নোট। সাধারণ মেলা বা এই জাতীয় জায়গায় বাচ্চাদের খেলার জন্য যে নোটগুলি পাওয়া যায় এগুলি সেই জাতীয়ই হবে। ব্যবসায়ীরাও পরিষ্কার বলে দিলেন খেলনা নোট।
স্থানীয় বাসিন্দাদের অনেকের দাবি, এই নোটগুলি হুবহু আসল নোটের মতো দেখতে হওয়ায় অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। অনেকে বাচ্ছাদের খেলার নোট বা ‘চিলড্রেনস মানি’ ভেবে নিলেও, কেউ কেউ এই নোট আসল ভেবে কুড়িয়ে নিচ্ছেন। আবার দোকানেও চলে যাচ্ছেন জিনিসপত্র কিনতে।
কিন্তু কে বা কারা, কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ নোট রাস্তায় ছড়িয়ে দিল তা এখনও স্পষ্ট নয়। নিছকই মজা করার জন্য, নাকি মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে, তা নিয়ে এলাকায় জল্পনা শুরু হয়েছে। এলাকার এক বাসিন্দা বলছেন, “অনেকেই টাকা কুড়ি পাচ্ছেন। দোকানে অনেকে এই নোট নিয়ে জিনিস কিনতে গেলে দোকানদাররা ধরে ফেলছেন। কারা করছে, কেন করছে কিছুই বুঝতে পারছি না। কেউ না কেউ তো এই নোট ছড়াচ্ছে। এমনি তো পড়ে থাকবে না।”
