Panchayat Election Result 2023: রাতভর সিপিএম প্রার্থীর বাড়িতে বোমাবাজি, অভিযুক্ত তৃণমূল
Panchayat Election Result 2023: সায়মা বেগমের দাবি, প্রার্থী হওয়ার পর থেকেই শুরু হয় অত্যাচার। শুধু তাই নয়, ছাড় পাননি ভোটের দিনও। এরপর গণনার পরের দিনই তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দলবল।
চণ্ডিতলা: ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার হুগলির চণ্ডীতলায় সিপিএম প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। শুধু তাই নয়, প্রাণহানির আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন চণ্ডীতলার ভগবতী পুরের কানাইডাঙা গ্রামের সিপিআইএম ২৩ নং জেলা পরিষদ প্রার্থী সায়মা বেগম।
সায়মা বেগমের দাবি, প্রার্থী হওয়ার পর থেকেই শুরু হয় অত্যাচার। শুধু তাই নয়, ছাড় পাননি ভোটের দিনও। এরপর গণনার পরের দিনই তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দলবল। মারধরের পাশাপাশি বাড়ি ভাঙচুর করা হয়। এমনকী বাড়িতে মজুত গহনা নিয়ে পালিয়ে যায়। এই ভয়ের জন্য তিনি বাড়িই ফেরেননি সায়মা বলে দাবি তাঁর।
শুক্রবার প্রশাসনের সহায়তায় ঘরে ফেরেন তিনি। থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। তবে এরপরও ক্ষান্ত হয়নি তৃণমূলের লোকজন বলে অভিযোগ সিপিএম ওই প্রার্থীর। রাতভর চলে বোমাবাজি। শনিবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ। বেশ কয়েকটি বোমা উদ্ধার করে তারা।
সায়মার বক্তব্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য তাদের সহায়তা করুক প্রশাসন। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, দলের ভাবমূর্তি নষ্ট করতে মিথ্যা অপপ্রচার করছে সিপিএম। উল্লেখ্য, তৃণমূলের বিরুদ্ধে ওই প্রার্থী পরাজিত হয়েছেন।